বাংলা

‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৯৪

CMGPublished: 2024-11-06 18:00:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

পর্তুগাল এবং সার্বিয়া এই বছর প্রথমবারের মতো প্রদর্শনীতে অংশ নেয়। তারা তাদের নিজ নিজ দেশ ও চীনের মধ্যে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

চীনে অবস্থানরত পর্তুগিজ রাষ্ট্রদূত পাওলো নাসিমেন্টো বলেন, "সংখ্যা অনুসারে, চীন থেকে পর্তুগালে যাওয়া শিক্ষার্থীদের প্রবণতা বছরের পর বছর ধরে বাড়ছে। আমরা চীনা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে কাজ করছি এবং একইভাবে, আমরা প্রচার করছি যে চীনা শিক্ষার্থীরা পর্তুগালে যেতে পারে। চীনে পর্তুগিজ শিক্ষার্থীদের পাঠানোর জন্য চীনা কর্তৃপক্ষ যে অফারটি করছে আমরা তাকে স্বাগত জানাই, এটাই হচ্ছে জনগণের মধ্যে আদান-প্রদানের লক্ষ্য।’

চায়না এডুকেশন এক্সপোটি ২০০০ সাল থেকে প্রতি অক্টোবরে বেইজিং, শাংহাই এবং অন্যান্য শহরে অনুষ্ঠিত হয়। চায়না এডুকেশন অ্যাসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এই প্রদর্শনীটির আয়োজন করে থাকে।

তরুণদের বিভিন্নভাবে সম্পৃক্ত করায় কর্মসংস্থানে একটা বড় প্রভাব ফেলে এই আয়োজন। কারণ বলা হয়ে থাকে, এটি চীনে সবচেয়ে বড় ছাত্র নিয়োগ এবং বিটুবি নেটওয়ার্কিং ইভেন্ট।

গত বছর, ৩৪টি দেশ ও অঞ্চলের ৩৭৪টি বিদেশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি সংস্থা, দূতাবাস এবং কনস্যুলেটগুলো চায়না এডুকেশন এক্সপো সফরে অংশগ্রহণ করে।

প্রতিবেদক : রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদক : ফয়সল আবদুল্লাহ

আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা: রফিক বিপুল

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn