বাংলা

‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৯৪

CMGPublished: 2024-11-06 18:00:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রাধান্য পাচ্ছে সংস্কৃতি ও পর্যটন শিল্প। তরুণ প্রতিভাবান মেধাবীদের অগ্রাধিকার দিয়ে চাকরি মেলার আরেকটি আসর বসেছে উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশে। এবারের চাকরি মেলায় কয়লা খনি, লজিস্টিকস এবং ক্যাটারিংয়ের মতো সেক্টর থেকে ১০টিরও বেশি নিয়োগকর্তা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

এদিকে, চীনের উত্তর-পূর্বাঞ্চলে কর্মসংস্থান পরিস্থিতি এবং সহজে চাকরি খুঁজে পেতে স্নাতকদের জন্য ২৮টি অনলাইন প্ল্যাটফর্ম অংশ নিয়েছে। এই অনলাইন সাইট গুলো মূলত তথ্য প্রযুক্তি এবং শিক্ষা খাতের চাকরি নিয়ে হাজির হয়েছে এই চাকরি মেলায়।

অন্যদিকে, পূর্ব চীনের উসি সিটির চাকরি মেলা চলছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। যে সব চীনা কোম্পানির বিদেশে ব্যবসা রয়েছে তারা এখানে নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে অংশ গ্রহণ করেছে।

চিয়াংসু প্রদেশের ৬০টি কোম্পানী যাদের বিদেশে কারখানা বা শাখা রয়েছে তারা চাকরি মেলায় বেল্ট অ্যান্ড রোডের অংশীদার দেশগুলোর ৫ শতাধিক আন্তর্জাতিক ছাত্রকে চাকরির সুযোগ দিচ্ছেন। ইলেকট্রনিক্স, অর্থনৈতিক এবং অনুবাদ সেক্টরে ২,৬০০ টিরও বেশি পদে এসব শিক্ষার্থীদের নিয়োগ দেয়া হবে।

এই জব ক্যাম্পেইন চলাকালীন লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমেও নিয়োগ প্রক্রিয়া এবং চাকরি খোঁজার কার্যক্রম চলবে। সরকারী তথ্য অনুযায়ী, চীনে এই বছর স্নাতক পাস করেছেন ১ কোটি ১০ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী।

এর আগে বছরের শুরুতেই চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রানালয় দক্ষ কর্মসংস্থান এবং উদ্যোক্তা বাড়াতে একটি নতুন নীতি চালু করে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায় , প্রথম তিন মাসে ১ লাখ উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মী চাহিদা সফল ভাবে পূরণ করেছে ১ দশমিক ৮৬ মিলিয়নেরও বেশি চাকরির নিয়োগের মাধ্যমে।

চীনে বর্তমানে ৪ হাজার ৪ শত টিরও বেশি পাবলিক সংস্থা রয়েছে, যা উদ্যোক্তা এবং চাকরি প্রার্থীদের কর্মসংস্থান পরিষেবা প্রদান করছে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn