‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৯৪
‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা।
৯৪ তম পর্বে যা যা থাকছে:
১. তরুণদের কর্মসংস্থানে চীন জুড়ে চাকরি মেলা
২. তরুণদের নিয়ে যা বললেন, উপদেষ্টা নাহিদ
৩. চায়না এডুকেশন এক্সপো ২০২৪
১. তরুণদের কর্মসংস্থানে চীন জুড়ে চাকরি মেলা
তরুণদের কর্মসংস্থান বাড়াতে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে দেশটির বিভিন্ন স্থানে চলছে মাসব্যাপী চাকরি মেলা।
সদ্য স্নাতক পাস তরুণদের কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে চীনের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে মাসব্যাপী জাতীয় চাকরি মেলা। দেশটির মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে। তরুণদের কর্মসংস্থান বৃদ্ধিতে চীন সরকারের চলমান কার্যক্রমের একটি অংশ এটি। ২ নভেম্বর শুরু হওয়া এই মেলা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। আর এই পুরো মাসেই চলবে নিয়োগকার্যক্রম।
চীনের নয়টি বিশেষ অঞ্চলের নিয়োগকর্তারা এই মেলায় বিভিন্ন কর্মক্ষেত্রে চাকরির আবেদন গ্রহণ করছেন এবং স্থানীয় কর্তৃপক্ষ সকল কার্যক্রম পরিচালনা করছেন।
এর মধ্যে পূর্ব চীনের অর্থনৈতিক শক্তিধর কেন্দ্র হিসেবে পরিচিত চ্যচিয়াংয়ে চাকরির মেলাটি বসেছে বেসরকারি খাতকে গুরুত্ব দিয়ে।