বাংলা

‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৯৪

CMGPublished: 2024-11-06 18:00:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রতিবেদক : নাসরুল্লাহ রাসু

সম্পাদক : রওজায়ে জাবিদা ঐশী

২. তরুণদের নিয়ে যা বললেন, উপদেষ্টা নাহিদ

বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, তারুণ্যের ভেতরে যে উদ্যম, স্পৃহা এবং সচেতন ইচ্ছা রয়েছে, এসব গুণাবলি যদি কাজে লাগানো যায়, তাহলে অবশ্যই বাংলাদেশ একটি ভালো জায়গায় যাবে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় যুব দিবস-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশের একটা প্রজন্মান্তর ঘটে গেছে। তরুণরা বাংলাদেশকে নতুন করে পথ দেখিয়েছে। অর্থনীতিসহ সবকিছুতেই তরুণরা নেতৃত্বে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং যেই প্রজন্ম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে, সেই প্রজন্মই বাংলাদেশের সব ক্ষেত্রে নেতৃত্ব দেবে।‘’

৩. চায়না এডুকেশন এক্সপো ২০২৪

সাধারণত শিক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ের সঙ্গে তরুণদের সম্পর্ক জড়িয়ে থাকে। চায়না এডুকেশন এক্সপো মানেই তরুণদের একচ্ছত্র অংশগ্রহণ।

চায়না এডুকেশন এক্সপো ২০২৪ শেষ হয়েছে। সম্প্রতি বেইজিংয়ে শেষ হয় দুই দিনের এই ইভেন্ট। চীনা ছাত্র ও প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপনের জন্য যা একটি আন্তর্জাতিক শিক্ষা সরবরাহকারী একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। এতে ফ্রান্স, ফিনল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ ৩৮টি দেশ ও অঞ্চলের ৩৮০ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

একটি অতিথি দেশ হিসেবে, এক্সপোতে ৩৫টি উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দিয়েছে ফ্রান্স। যার মধ্যে অনেকগুলো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়, প্রকৌশল কলেজ, বিজনেস স্কুল এবং প্রযুক্তি ইনস্টিটিউট ছিলো।

এর আগে শিক্ষা প্রদর্শনীটি কুয়াংচৌ, শাংহাই এবং ছেংতুতে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পায়। শুধুমাত্র বেইজিংয়েই গত বছরের তুলনায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn