বাংলা

চলতি প্রসঙ্গ: চার্জিং আর ‘উদ্বেগজনক’ নয়, এক্সপ্রেসওয়েতে চীনের বৈদ্যুতিক গাড়ির ‘নিশ্চিন্ত ড্রাইভিং’

CMGPublished: 2024-06-25 15:58:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে ‘উচ্চ গুণগত মানের উন্নয়ন এগিয়ে নেওয়া’ সংক্রান্ত ধারাবাহিক প্রেস ব্রিফিংয়ে জাতীয় জ্বালানি ব্যুরোর সংশ্লিষ্ট প্রধান বলেছেন, চীনে ইতোমধ্যেই ১ কোটি বৈদ্যুতিক গাড়ির চার্জিং পাইলস তৈরি করা হয়েছে, এবং ৯৫ শতাংশেরও বেশি হাইওয়ে পরিষেবা অঞ্চলে চার্জ সজ্জিত করা হয়েছে, ইতোমধ্যেই তা বিশ্বে সর্বোচ্চ, পরিষেবার আওতা সবচেয়ে বেশি এবং সুসম্পূর্ণ চার্জিং অবকাঠামো ব্যবস্থা রয়েছে, যা চীনে ২ কোটিরও বেশি বৈদ্যুতিক গাড়ি ‘চার্জের’ চাহিদা পূরণ করতে সক্ষম।

‘চলুন দেখা যাক ইলেকট্রিক গাড়ির মালিকদের বাস্তব অভিজ্ঞতা। ওয়াং সাহেব, তাঁর বাসা চীনের হ্যপেই প্রদেশের সিংথাই, চীনের হ্যনান প্রদেশের রাজধানী চেংচৌতে কাজ করার কারণে তিনি মাঝেমধ্যেই এ দুই জায়গার মধ্যে ভ্রমণ করেন। হানতান পরিষেবা এলাকায় নবনির্মিত চার্জিং পাইলস তার ‘মাইলেজ উদ্বেগ’ সমাধান করেছে এবং তাকে আরও মানসিক শান্তির সাথে একটি বৈদ্যুতিক গাড়ি চালানোয় সন্তুষ্টি প্রদান করেছে। বেইজিংয়ের একজন গাড়ির মালিক মিসেস চু এবং শাংহাইয়ের একজন গাড়ির মালিক মিস্টার সু, দু’জনেই শানসিতে হাইওয়ে পরিষেবা এলাকায় দ্রুত চার্জ করার সুবিধার অভিজ্ঞতা পেয়েছেন এবং তাঁদের লাইনে অপেক্ষা করার চিন্তাও নেই।’

অবশ্য এই পরিবর্তন রাতারাতি ঘটেনি। এর পেছনে রয়েছে চীনের অর্থনীতির উচ্চ গুণগত মানের উন্নয়নের জন্য শক্তিশালী সমর্থন। চার্জিং আর ‘উদ্বেগজনক’ নয়, চীনের বৈদ্যুতিক গাড়ি এক্সপ্রেসওয়ে ‘চিন্তামুক্তভাবে ড্রাইভিং’ বাস্তবে পরিণত হয়েছে। আমরাও বিশ্বাস করি, চীনের নবায়নযোগ্য জ্বালানি গাড়ি শিল্প আগামীতে আরও উজ্জ্বল হবে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn