বাংলা

চলতি প্রসঙ্গ: চার্জিং আর ‘উদ্বেগজনক’ নয়, এক্সপ্রেসওয়েতে চীনের বৈদ্যুতিক গাড়ির ‘নিশ্চিন্ত ড্রাইভিং’

CMGPublished: 2024-06-25 15:58:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ২৫: একসময় দীর্ঘযাত্রায় বৈদ্যুতিক গাড়ি সময়ের সঙ্গে পাল্লা দেওয়া একটি দৌড় প্রতিযোগিতার মতো মনে হতো। প্রতিবার বাইরে যাবার আগে, আমাকে গোয়েন্দার মতো মানচিত্রটি যত্নের সঙ্গে অধ্যয়ন করতে হয়, শহরের কোণায় লুকিয়ে থাকা চার্জিং স্টেশনকে খুঁজে বের করতে হয়, আর মনে মনে ভীষণ ভয় লাগত যে, চার্জের অভাবে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। যখন ব্যাটারির স্তর একে একে ড্রপ করে, তখন আমার উদ্বেগ-উত্কণ্ঠার স্তর একে একে বাড়তে থাকে।

যাইহোক, সাম্প্রতিক বছরগুলোতে নতুন শক্তির যানবাহন অবকাঠামো নির্মাণে চীন সরকারের ক্রমাগত বিনিয়োগের কারণে ‘চিন্তার বিষয়’ চার্জিং সমস্যাটি ধীরে ধীরে সমাধান করা হচ্ছে। আজকের হাইওয়েতে বিভিন্ন স্থানে চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে, যারা বৈদ্যুতিক গাড়িতে চালায়, তারা ‘চার্জিং উদ্বেগ’ থেকে মুক্তি পেতে পারে এবং মাতৃভূমির মহান নদী ও পাহাড় উপভোগ করতে পারে।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn