বাংলা

যে কারণে ৯০ শতাংশ উত্তরদাতা চীন-বাংলাদেশ সহযোগিতার প্রশংসা করেন

CMGPublished: 2023-12-25 16:26:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তাহলে প্রশ্ন হচ্ছে, কেন ৯০ শতাংশ উত্তরদাতা চীন-বাংলাদেশ সহযোগিতার স্বীকৃতি দেন ও প্রশংসা করেন? পুরনো বছর বিদায় এবং নতুনকে স্বাগত জানানোর এই মুহূর্তে অতীতে চীন-বাংলাদেশ সহযোগিতার অর্জনগুলো পর্যালোচনা করলেই এর উত্তর পাওয়া যাবে। বিদায়ী ২০২৩ সাল হলো "বেল্ট অ্যান্ড রোড" উদ্যোগের ১০তম বার্ষিক। এই বছরে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প চালু হয়, যার ফলে ঢাকা থেকে যশোর ভ্রমণের সময় ১০ ঘন্টা থেকে কমে ২ ঘন্টা হয়েছে। এটি বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি প্রায় ১.৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে বলে অনুমান করা হয়। মানুষ এটিকে স্নেহের সাথে "ড্রিম রোড" বলে। এদিকে, দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হওয়ায়, আশেপাশের এলাকার ৫০ লাখের বেশি লোক উপকৃত হয়েছে। এটি বাংলাদেশের প্রথম একক পয়ঃনিষ্কাশন শোধনাগার এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম একক পয়ঃনিষ্কাশন শোধনাগার। কর্ণফুলী টানেল উদ্বোধনের ফলে চট্টগ্রাম বিমানবন্দর থেকে শিল্প উদ্যান পর্যন্ত গাড়ি চালিয়ে যেতে এখন চার ঘণ্টার স্থলে ২০ মিনিট লাগে, যা স্থানীয় পরিবহন ব্যবস্থাকে ব্যাপকভাবে উন্নত করেছে এবং বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংযোগ জোরদার করেছে। ঘোড়াশাল পলাশ সার কারখানা প্রকল্পটি বাংলাদেশের প্রথম সবুজ সার প্ল্যান্ট, যা কার্বন ডাই অক্সাইড পুনর্ব্যবহার করতে পারে। এ প্ল্যান্টে বাষিক ৫ লাখ টন সিন্থেটিক অ্যামোনিয়া এবং ৮০ লাখ টন দানাদার ইউরিয়া উত্পাদন করতে পারে, যা বাংলাদেশের সার আমদানি কমাতে এবং আরও কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়ক হয়েছে। বাংলাদেশ সরকারের বেসিক নেটওয়ার্ক প্রকল্পের তৃতীয় পর্যায়, বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র, পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর মতো যুগান্তকারী প্রকল্পগুলোও সম্পন্ন হয়েছে। রাজশাহী সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টসহ বেশকিছু নতুন প্রকল্পের নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। জনগণের জন্য কল্যাণকর আরও বেশিসংখ্যক "বেল্ট অ্যান্ড রোড" সহযোগিতা প্রকল্প ক্রমাগতভাবে অগ্রসর হচ্ছে এবং একের পর এক বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষের কথায়, "চীন একজন সত্যিকারের বন্ধু এবং ভালো বন্ধু যে বাংলাদেশকে উন্নয়নে সহায়তা করে। 'বেল্ট অ্যান্ড রোড' সহযোগিতা প্রকল্প বাংলাদেশের উন্নয়নের জন্য একটি ঐতিহাসিক অলৌকিক ঘটনা তৈরি করেছে।" এটি অগণিত মানুষের আশা-আকাঙ্খার কথা। সে সব প্রকল্প স্থানীয় বাসিন্দাদের জন্য বাস্তব সুবিধা ও উপকারিতা সৃষ্টি করেছে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn