বাংলা

চীনে উচ্চ-স্তরের উন্মুক্তকরণ: চ্যালেঞ্জ ও চালিকাশক্তি

CMGPublished: 2023-12-18 17:28:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৮ই ডিসেম্বর চীনা জনগণের জন্য একটি স্মরণীয় দিন। ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর, চীনা সরকার সংস্কার ও উন্মুক্তকরণের সিদ্ধান্ত নিয়েছিল এবং চীনে তখন থেকে বড় পরিবর্তন শুরু হয়।

এর পর ৪৫ বছর হয়েছে। চীন আত্ম-উন্নয়নের জন্য বাইরের দুনিয়ার জন্য নিজের দরজা খুলে দেওয়ার পর, গভীরভাবে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় একত্রিত হয়েছে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ "নতুন চালিকাশক্তি" হয়ে উঠেছে। আর, বিগত কয়েক বছর ধরে, চীন ‘বেল্ট অ্যান্ড রোড’ (বিআরআই) উদ্যোগের মাধ্যমে অন্যান্য দেশকে উন্নয়নের একই ধারায় নিয়ে আসার চেষ্টা করছে।

চীনের সংস্কার ও উন্মুক্তকরণের যাত্রা কিন্তু থেমে নেই, এগিয়ে চলেছে। উচ্চ-স্তরের উন্মুক্তকরণের মাধ্যমে গভীরভাবে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়া চীনের জন্য একাধারে চ্যালেঞ্জ ও উন্নয়নের মূল চালিকাশক্তি।

"উন্নয়নের অভ্যন্তরীণ চালিকাশক্তি বাড়ানোর জন্য আমাদের অবশ্যই সংস্কার ও উন্মুক্তকরণ কার্যক্রমের ওপর নির্ভর করতে হবে, গভীর সংস্কার ও উচ্চ-স্তরের উন্মুক্তকরণের মধ্যে সমন্বয় সাধন করতে হবে, ক্রমাগত সামাজিক উত্পাদন-শক্তির বিকাশ ঘটাতে হবে, এবং সামাজিক জীবনীশক্তিকে উদ্দীপিত ও উন্নত করতে হবে।" গত ১১ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় অর্থনৈতিক কর্মসম্মেলনে এ দিক-নির্দেশনা দেওয়া হয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn