বাংলা

চীনে উচ্চ-স্তরের উন্মুক্তকরণ: চ্যালেঞ্জ ও চালিকাশক্তি

CMGPublished: 2023-12-18 17:28:42
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রশ্ন হচ্ছে: চীনে "উচ্চ-স্তরের উন্মুক্তকরণ সম্প্রসারণ"-এর কাজ কোন কোন খাতে হচ্ছে?

প্রথমত, সম্মেলনে প্রথম বারের মতো "মধ্যবর্তী পণ্যবাণিজ্য" সম্প্রসারণের কথা উল্লেখ করা হয়, যা প্রকৃত কার্যক্রমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এ অংশটি অতীতে প্রায়শই উপেক্ষিত থাকতো। চীনে প্রযুক্তির উন্নতি এবং শিল্পে রূপান্তর ও অগ্রগতির সাথে সাথে, কিছু শিল্পের উত্পাদন-লিঙ্কগুলো ধীরে ধীরে অন্যান্য দেশে স্থানান্তরিত হচ্ছে। উদাহরণস্বরূপ, কিছু চূড়ান্ত পণ্যের অংশ ইউরোপ বা যুক্তরাষ্ট্রে প্রক্রিয়াজাতকরণ করা যেতে পারে এবং এর মাধ্যমে শ্রমের একটি বৈশ্বিক বিভাজন হতে পারে। এতে আমদানি ও রপ্তানি আরও প্রসারিত হবে এবং আরও বিদেশী বিনিয়োগ আকর্ষণ করা যাবে। কিছু কিছু শিল্প বা শিল্পের অংশ অন্যান্য দেশে স্থানান্তর করাও যেতে পারে। উদাহরণস্বরূপ, পোশাক ও বস্ত্র শিল্প বাংলাদেশ, ভিয়েতনামসহ অন্যান্য দেশে স্থানান্তর করা যেতে পারে। এতে একদিকে, শ্রমব্যয় সাশ্রয় করা যাবে এবং অন্যদিকে ইউরোপে ও যুক্তরাষ্ট্রে রপ্তানিতে শুল্ক-সুবিধা পাওয়া যাবে।

দ্বিতীয়ত, সম্মেলনে "পরিষেবা বাণিজ্য, ডিজিটাল বাণিজ্য, এবং আন্তঃসীমান্ত ই-কমার্স রপ্তানি" সম্প্রসারণের প্রয়োজনীয়তা স্পষ্টভাবে বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে, চীনের আন্তঃসীমান্ত ই-কমার্স রপ্তানি দ্রুত বিকাশ লাভ করেছে। গত পাঁচ বছরে তা ১৭ গুণ বৃদ্ধি পেয়েছে। আন্তঃসীমান্ত ই-কমার্স বিকাশের প্রবণতা ভালো এবং এর যথেষ্ট সম্ভাবনাও রয়েছে। সরকারি তথ্য অনুসারে, চীনের আমদানি ও রপ্তানির পণ্যবাণিজ্যে আন্তঃসীমান্ত ই-কমার্সের অনুপাত ২০১৫ সালে ১% থেকে বেড়ে ২০২২ সালে ৫% হয়। চলতি বছরের প্রথম নয় মাসে, আন্তঃসীমা ই-কমার্স আমদানি ও রপ্তানির পরিমাণ ছিল ১.৭ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের তুলনায় ১৪.৪% বেশি। বিশেষজ্ঞদের মতে, আগামী ৫ বছরে চীনের আন্তঃসীমান্ত ই-কমার্স বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ক্ষেত্র হয়ে উঠবে।

তৃতীয়ত, "উচ্চ-স্তরের উন্মুক্তকরণ সম্প্রসারণ"-এ টেলি-যোগাযোগ ও চিকিত্সাসেবার মতো পরিষেবা শিল্পের বাজারে প্রবেশ সহজ করার ওপর জোর দিতে হবে। চীনের নিয়মকে অবশ্যই উচ্চ-মানের আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে হবে এবং আন্তঃসীমান্ত উপাত্ত প্রবাহ ও সরকারি ক্রয়ের ক্ষেত্রে সমান অংশগ্রহণের মতো সমস্যাগুলো আন্তরিকতার সাথে সমাধান করতে হবে। চীনকে অবশ্যই একটি বাজার-ভিত্তিক, আইনি, ও আন্তর্জাতিক প্রথম-শ্রেণীর ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে হবে।

চীনে বিগত ৪৫ বছর ধরে সংস্কার ও উন্মুক্তকরণ কার্যক্রমের দ্রুত বিকাশ ঘটেছে এবং চীনের অর্থনীতি শ্রমব্যবস্থার আন্তর্জাতিক শিল্প-চেইনের সাথে গভীরভাবে সংযুক্ত হয়েছে। উন্মুক্তকরণের মাধ্যমে সংস্কার ও উন্নয়নের প্রচার করা চীনের আধুনিকায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। উচ্চ-স্তরের উন্মুক্তকরণ শুধুমাত্র চীনকে একবিংশ শতাব্দীতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সফল দেশগুলোর মধ্যে একটি করে তুলবে না, বরং উচ্চ-মানের উন্নয়নের জন্য একটি বিশাল চালিকাশক্তিও সরবরাহ করবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn