বাংলা

চীন-মধ্য এশিয়া সহযোগিতায় দ্রুত উন্নয়ন প্রসঙ্গ

cmgPublished: 2023-05-22 15:38:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ২১: সম্প্রতি চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলন সফলভাবে আয়োজিত হয়। শীর্ষ সম্মেলনের সময় চীন মধ্য-এশিয়ার পাঁচটি দেশের সঙ্গে ‘চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের সিআন ঘোষণা’ ও ‘চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনের সাফল্যতালিকা’সহ সাতটি বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় চুক্তি এবং শতাধিক বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাচুক্তি স্বাক্ষর করে। আসলে, চীন ও মধ্য-এশিয়ার বন্ধুত্ব হাজার বছরের। বর্তমানে দু’পক্ষের সহযোগিতা দ্রুত উন্নত হচ্ছে। প্রথম চীন-মধ্য এশিয়া শীর্ষ সম্মেলন হলো একটি নতুন ঐতিহাসিক মাইলফলক।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এবারের শীর্ষ সম্মেলনে তাঁর মূল ভাষণে কী ধরনের মধ্য-এশিয়া গড়ে তোলা হবে, সে বিষয়ে ‘চার দফা প্রস্তাব’ পেশ করেছেন; কীভাবে চীন-মধ্য এশিয়া অভিন্ন কল্যঅণের সমাজ গড়ে তোলা যায়, সে বিষয়ে ‘চার দফা প্রস্তাব’ পেশ করেছেন; এবং চীন ও মধ্য এশিয়ার মধ্যে কীভাবে সহযোগিতা উন্নত করা যায়, সে বিষয়ে ‘আট দফা প্রস্তাব’ পেশ করেছেন।

নতুন যুগে, এবারই চীনের শীর্ষ নেতা প্রথম বারের মতো আন্তর্জাতিক সমাজের সামনে মধ্য-এশিয়ার ব্যাপারে চীনের নীতি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ব্যাখ্যা করেছেন। এতে আবারও বলা হয়েছে যে, একে অপরের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভূখন্ডের অখণ্ডতা এবং জাতীয় মর্যাদাকে অত্যন্ত সম্মান করার ভিত্তিতে, ঐক্য ও সংগ্রামের মাধ্যমে, অভিন্ন উন্নয়ন, অভিন্ন সমৃদ্ধি অর্জন করতে হবে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভাষণ মধ্য-এশিয়ার দেশগুলোর কাছে প্রশংসিতও হয়েছে।

এবারের শীর্ষ সম্মেলন হলো জয়-জয় সম্মেলন। ‘অভিন্ন কল্যঅণের সমাজ’ হলো এবারের শীর্ষ সম্মেলনের সবচেয়ে শক্তিশালী অনুরণন। ‘সিআন ঘোষণা’ আনুষ্ঠানিকভাবে ‘চীন-মধ্য এশিয়ার অভিন্ন কল্যঅণের সমাজ’ গঠনের জন্য একটি সাধারণ নথির আকারে লেখা হয়েছিল। চীন পৃথক পৃথকভাবে দ্বিপক্ষীয় পর্যায়ে মধ্য-এশিয়ার পাঁচটি দেশের সঙ্গে অভিন্ন কল্যঅণের সমাজ গড়ে তোলার ঘোষণা দেয়। এটি হলো মানবজাতির অভিন্ন কল্যাণের ধারণার বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় বাস্তবায়ন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn