বাংলা

গুণগত মানসম্পন্ন উন্নয়নের ওপর সি চিন পিং কেন এত গুরুত্বারোপ করেন?

CMGPublished: 2023-03-06 14:46:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ৫ মার্চ চীনের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা জাতীয় গণকংগ্রেসের বার্ষিক সম্মেলন বেইজিংয়ে উদ্বোধন হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এদিন চিয়াং সু প্রদেশের প্রতিনিধি দলের সরকারী কর্মপ্রতিবেদন পর্যালোচনায় অংশ নিয়েছেন। তাতে ভাষণ দেওয়ার সময় তিনি আবারও গুণগত মানসম্পন্ন উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। প্রেসিডেন্ট সি কেন গুণগত মানসম্পন্ন উন্নয়নের ওপর এত গুরুত্বারোপ করেন? গুণগত মানসম্পন্ন উন্নয়নের চূড়ান্ত লক্ষ্য কী? এ নিয়ে আমরা কথা বলবো আজকের এ বিশেষ ভিডিও অনুষ্ঠানে।

সি চিন পিং কেন চিয়াং সু প্রদেশের প্রতিনিধি দলের পর্যালোচনায় অংশ নিলেন? সি চি পিংও চীনের জাতীয় গণকংগ্রেসের একজন প্রতিনিধি। তিনি চিয়াং সু প্রদেশের প্রতিনিধি দলের একজন সদস্য। তাই এ সম্মেলনের প্রক্রিয়া অনুযায়ী, তিনি এদিন চিয়াং সু প্রদেশের প্রতিনিধি দলের সকলের সঙ্গে মিলে সরকারী কর্মপ্রতিবেদন পর্যালোচনায় বসেন।

গুণগত মানসম্পন্ন উন্নয়নের ওপর সি চিন পিং গুরুত্বারোপ করেন কেন? পর্যালোচনায় সি চিন পিং জোর দিয়ে বলেন, “গুণগত মানসম্পন্ন উন্নয়ন সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠনের প্রথম কর্তব্য। সাম্প্রতিক বছরগুলোতে সি চিন পিং বহুবার গুণগত মানসম্পন্ন উন্নয়নের গুরুত্বের কথা ব্যক্ত করেছেন। কেবল চলতি বছর তিনি বেশ কয়েকটি সম্মেলনে সংশ্লিষ্ট কার্যক্রমের নির্দেশনা দিয়েছেন। গুণগত মানসম্পন্ন উন্নয়ন সি চিন পিং’র অর্থনৈতিক চিন্তা’র গুরুত্বপূর্ণ বিষয়, যার লক্ষ্য চীনের অর্থনীতিকে আরও উন্নত করা। উল্লেখ্য যে উচ্চ মানের বিজ্ঞান-প্রযুক্তির স্ব-নির্ভরতা বাস্তবায়ন বেগবান করা গুণগত মানসম্পন্ন উন্নয়নে প্রাধান্য পায়। সি চিন পিং বলেছেন, এটি গুণগত মানসম্পন্ন উন্নয়নের অপরিহার্য পথ এবং চীনকে সময়মতো সার্বিক আধুনিক শক্তিশালী দেশে পরিণত করার চাবিকাঠি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn