সাংস্কৃতিক ব্রত এবং সাংস্কৃতিক শিল্পের সমৃদ্ধি ও বিকাশ
সংস্কৃতি হল পর্যটনের প্রাণ, এবং পর্যটন হল সংস্কৃতির বাহক। দুটি অবিচ্ছেদ্য এবং দুটির মধ্যে একটি প্রাকৃতিক সংযোগ রয়েছে। সাংস্কৃতিক ব্রত, সাংস্কৃতিক শিল্প এবং পর্যটনের সমন্বিত উন্নয়নের প্রচার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত, যা পার্টির কেন্দ্রীয় কমিটি নিয়েছে। পার্টি ও দেশের সামগ্রিক পরিস্থিতির উপর ভিত্তি করে এক্ষেত্রে নতুন প্যাটার্ন গ্রহণ করা হয়েছে। সি চিন পিং সংস্কৃতি ও পর্যটনের সমন্বিত বিকাশের উপর এক ধারাবাহিক বক্তৃতা দিয়েছেন। তিনি বলেছেন, সাংস্কৃতিক শিল্প ও পর্যটন শিল্প অবিচ্ছেদ্য। আমাদের অবশ্যই পর্যটন শিল্পের বিকালে নিজস্ব সংস্কৃতিকে ব্যবহার করার উপর জোর দিতে হবে। সংস্কৃতি ও পর্যটনের সমন্বিত বিকাশ জরুরি।