সাংস্কৃতিক ব্রত এবং সাংস্কৃতিক শিল্পের সমৃদ্ধি ও বিকাশ
জনগণের সাংস্কৃতিক অধিকার এবং স্বার্থ রক্ষা করার, মানুষের জীবনযাত্রার মান উন্নত করার এবং সাংস্কৃতিক বিকাশের ত্রুটিসমূহ দূর করার জন্য গণ সাংস্কৃতিক পরিষেবার বিকাশ জরুরি। সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, প্রেসিডেন্ট সিকে নিয়ে পার্টির কেন্দ্রীয় কমিটি স্পষ্টভাবে জনসাধারণের সাংস্কৃতিক পরিষেবার স্তরের উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরেছে। এর পর পাবলিক কালচারাল সার্ভিস গ্যারান্টি আইন এবং পাবলিক লাইব্রেরি আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয় এবং রাজ্য পরিষদের সাধারণ কার্যালয় ‘আধুনিক পাবলিক কালচারাল সার্ভিস সিস্টেমের নির্মাণকে ত্বরান্বিত করার বিষয়ে মতামত’ জারি করেছে। ‘ন্যাশনাল বেসিক পাবলিক কালচারাল সার্ভিস গাইডেন্স স্ট্যান্ডার্ডস (২০১৫-২০২০)’-এর মতো ডকুমেন্ট চীনের পাবলিক কালচারাল সার্ভিস সিস্টেম নির্মাণকে প্রচার করেছে।
সাংস্কৃতিক ঐতিহ্য যেমন সাংস্কৃতিক ধ্বংসাবশেষ, প্রাচীন বই এবং অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য চীনের চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বাহক এবং সমগ্র মানবজাতির সাধারণ সম্পদ। সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, প্রেসিডেন্ট সি-কে কেন্দ্র করে পার্টির কেন্দ্রীয় কমিটি বর্তমান সময়ে সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষাকাজকে গুরুত্ব দিয়েছে। ধ্বংসাবশেষ সংরক্ষণের কাজ, বিপ্লবী সাংস্কৃতিক অবশেষ সংরক্ষণের কাজ, এবং অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষাকাজ দেশে সুষ্ঠুভাবে চলছে।
আধুনিক সাংস্কৃতিক শিল্পব্যবস্থা এবং সাংস্কৃতিক বাজারব্যবস্থা সমাজতান্ত্রিক বাজার অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান। এটি জাতীয় অর্থনীতির উন্নয়নে এবং জনগণের সাংস্কৃতিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, প্রেসিডেন্ট সি-কে কেন্দ্র করে পার্টির কেন্দ্রীয় কমিটি সাংস্কৃতিক শিল্পের বিকাশের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে। সি জোর দিয়ে বলেছেন, সাংস্কৃতিক শিল্পের উচ্চ-মানের উন্নয়ন, আধুনিক সাংস্কৃতিক শিল্পব্যবস্থা ও বাজারব্যবস্থার উন্নতি, বিভিন্ন সাংস্কৃতিক বাজারের স্টেক হোল্ডারদের বিকাশ, নতুন সাংস্কৃতিক বিন্যাস ও সাংস্কৃতিক ব্যবহারের মডেল তৈরি করা প্রয়োজন।