আপনাকে চীনের শস্য চাষের পিছনের গল্প জানাই
খাদ্যশস্যের দাম হল সব পণ্যের দামের মূল অংশ। চীনের অভ্যন্তরীণ বাজারে খাদ্যশস্যের দাম স্থিতিশীল অবস্থায় বজায় রয়েছে। যা জনগণের মৌলিক জীবনযাপনের চাহিদা কার্যকরভাবে নিশ্চিত করেছে, সেই সঙ্গে পণ্যের দামের মান স্থিতিশীল পর্যায়ে রাখতে সাহায্য করেছে। এর ফলে বাজারের আকাঙ্ক্ষা এবং আস্থাও অনেক জোরদার হয়েছে। যা দেশের সামষ্টিক নিয়ন্ত্রণকে জোরদার করা এবং অর্থনীতির মূল অবস্থা নিশ্চিত করার ভিত্তি স্থাপন করেছে।
খাদ্যশস্যের অবস্থা ভালো হলে দেশ নিরাপদ থাকে। চীন বিশ্বের ১০ শতাংশ আবাদি জমি দিয়ে বিশ্বের প্রায় ২৫ শতাংশ খাদ্যশস্য উত্পাদন করেছে এবং বিশ্বের প্রায় ২০ শতাংশ জনসংখ্যা লালন করেছে। চলতি বছর চীনের শস্যের ফলন খুব তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে; যা চীনের বিভিন্ন স্তরের সরকার এবং জনগণের যৌথ চেষ্টার সুফল। এই সুফল চীনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দৃঢ় চেষ্টা ও সফলতার প্রতিফলন ঘটায়। চীনারা নিশ্চয় নিজের খাবারের বাটি নিজের হাতে আঁকড়ে ধরে থাকবে।