বাংলা

নিখুঁত জীবন

CMGPublished: 2024-11-25 18:21:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যু ওয়েই’র কন্ঠে ‘নীল পদ্ম’ শীর্ষক গান। আগের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী স্যু ওয়েই’র পরিচয় দিয়েছি। আজকের অনুষ্ঠানেও আমরা তাঁর গান শুনবো। এবার যে গানটি আমরা শুনবো তার নাম 'নিখুঁত জীবন'। এ গানে স্যু ওয়েই গেয়েছেন: 'রোমাঞ্চতা ও নিঃসঙ্গতা, আনন্দ ও ভালোবাসা, অনুভব করো। এটা আমার ও তোমার নিখুঁত জীবন'।

শুনুন তাহলে গানটি।

বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যু ওয়েই’র কন্ঠে 'নিখুঁত জীবন' শীর্ষক গান। এখন যে গানটি আমরা উপভোগ করবো তার নাম 'সময়'। যখন রক সংগীতের কথা আসে, তখন 'উচ্চ কণ্ঠ, ক্রিটিক্যাল' ইত্যাদি শব্দ মনে আসে। তবে স্যু ওয়েই-এর গানে আমরা শুধু খুঁজে পাই উষ্ণতা ও মমতা। তিনি জীবনের জন্য গান গেয়ে থাকেন। রোদ, বাতাস যে-কোনো একটি জিনিস আমাদের মনে শান্তি এনে দেয়। তিনি গানে তা-ই বলেছেন। স্যু ওয়েই বলেছেন, আমাদের জীবন নিখুঁত নয়। তাই বলে আমাদের অভিযোগ করা উচিত নয়। কারণ অভিযোগের কোনো অর্থ নেই। জীবনের সুখ নিজেকেই আবিষ্কার করতে হয়।

চলুন, গানটি শুনবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন স্যু ওয়েই’র কন্ঠে ‘সময়’ শীর্ষক গান। ‘Through The Time' অ্যালবামের পর স্যু ওয়ে আবারও সবার দৃষ্টির আড়াল হয়ে যান। দীর্ঘ সময় পর্যন্ত তিনি কোনো পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেননি এবং কোনো সাক্ষাত্কার দেননি। এরপর ২০০৪ ও ২০০৬ সালে তিনি পর্যায়ক্রমে উপহার দেন দুটি অ্যালবাম। এ দু’অ্যালবামে রয়েছে আমার প্রিয় গান। একটার শিরোনাম 'যে মানুষ তুমি ছিলে'। 'যে মানুষ তুমি ছিলে' গানে সু ওয়ে যৌবনের প্রতি তার শ্রদ্ধা জানান। তিনি গেয়েছেন: প্রতিবার দুঃখ লাগলে, একা একা সাগর দেখি। জীবনের সবকিছু ভুলে গেলেও, ভুলে যাবো না আন্তরিক ও উষ্ণ এ মৃদুহাসি।

তাহলে গানটি শুনি চলুন।

বন্ধুরা, আপনারা কন্ঠশিল্পী স্যু ওয়েই’র কন্ঠে কয়েকটি গান শুনেছেন। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী স্যু চিয়া ইংয়ের কন্ঠে একটি গান শোনাবো। এ গানের শিরোনাম 'আদর্শ জীবন'। আমরা সবাই আদর্শ ও নিখুঁত জীবন কাটানোর জন্য নানান চেষ্টা করি। কিন্তু অবশেষে বুঝতে পারি, নিখুঁত জীবন বা আদর্শ জীবন পৃথিবীতে নেই। তাই আমরা শুধু আশা করি, ভবিষ্যতের জীবন নিশ্চয় আগের চেয়ে ভালো হবে। আর সুখের জীবনের জন্য চেষ্টা করার ইচ্ছেও থাকে আমাদের।

চলুন, এখন একসাথে গানটি শুনি।

প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

Share this story on

Messenger Pinterest LinkedIn