নিখুঁত জীবন
তাহলে গানটি শুনি চলুন।
বন্ধুরা, আপনারা কন্ঠশিল্পী স্যু ওয়েই’র কন্ঠে কয়েকটি গান শুনেছেন। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী স্যু চিয়া ইংয়ের কন্ঠে একটি গান শোনাবো। এ গানের শিরোনাম 'আদর্শ জীবন'। আমরা সবাই আদর্শ ও নিখুঁত জীবন কাটানোর জন্য নানান চেষ্টা করি। কিন্তু অবশেষে বুঝতে পারি, নিখুঁত জীবন বা আদর্শ জীবন পৃথিবীতে নেই। তাই আমরা শুধু আশা করি, ভবিষ্যতের জীবন নিশ্চয় আগের চেয়ে ভালো হবে। আর সুখের জীবনের জন্য চেষ্টা করার ইচ্ছেও থাকে আমাদের।
চলুন, এখন একসাথে গানটি শুনি।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।