বাংলা

থাং রাজবংশের ব্যান্ড

CMGPublished: 2024-06-26 14:04:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘থাং রাজবংশের ব্যান্ড’ চীনের মূল-ভূখণ্ডের একটি রক সংগীতদল। প্রধান গায়ক তিং উ, ড্রামার চাও নিয়ান, গিটারিস্ট তা লং এবং লিউ চিংওয়ে এবং ব্যাস-বাদক গু চোংকে নিয়ে দলটি গঠিত।

বন্ধুরা, ‘থাং রাজবংশের ব্যান্ড’-এর আরও কিছু গল্প আমি পরে আপনাদেরকে জানাব। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে ব্যান্ডটির সবচেয়ে জনপ্রিয় গানটি শোনাই, কেমন? গানের নাম ‘থাং রাজবংশ ফিরে যাওয়ার স্বপ্ন’। গানটি ব্যান্ডটি ১৯৯২ সালের ১ নভেম্বরে প্রকাশিত ‘থাং রাজবংশ’ নামে অ্যালবামে রাখা হয়। এটি চীনা শৈলীর গান। গানটিতে খুব বৈশিষ্ট্যময় বেইজিং অপেরার কথামালা আছে। আচ্ছা, এখন তাহলে গানটি শুনুন।

১৯৮৮ সালে ‘থাং’ সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে ব্যান্ডটি নিজের নাম ‘থাং রাজবংশ’ রেখে প্রতিষ্ঠা করে। শুরুর দিকে ব্যান্ডের সদস্য প্রচুর পশ্চিমা আর্ট রক এবং পরীক্ষামূলক সঙ্গীত শুনে সেসব সংগীতের প্রকাশিত পদ্ধতি ও প্রযুক্তি বিশ্লেষণ করেছেন। তারা শিখা ও অভিজ্ঞতা থেকে ব্যান্ডের নিজের সংগীতশৈলী বিবেচনা শুরু করেন। তাদের প্রাথমিক সংগীত ধারণা ছিল পরীক্ষামূলক ও চীনা বৈশিষ্ট্যময় রক সংগীত করা। তখন থেকে তারা নিজের প্রথম অ্যালবামের কাজ শুরু করেন। তারপর এক বছরের বেশি সময়ের রচনা, তৈরি ও রেকর্ডিংয়ের মাধ্যমে অ্যালবামটির চূড়ান্তে হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। অ্যালবামের অনেক গানের সময় তুলনামূলকভাবে বেশি ছিল। যেমন শুরুর দিকে আমি যে গান শুনিয়েছিলাম, ৭ মিনিট ৪ সেকেন্ডের ‘থাং রাজবংশ ফিরে যাওয়ার স্বপ্ন’ গানটি। এছাড়া একই দীর্ঘ সময়ের গানও আছে। গানের নাম ‘উড়ন্ত পাখি’। আচ্ছা বন্ধুরা, এখন আমি তাহলে ‘উড়ন্ত পাখি’ গানটি আপনাদের শোনাব। কেমন? শুনুন তাহলে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn