থাং রাজবংশের ব্যান্ড
১৯৯৭ সালের ডিসেম্বর ‘থাং রাজবংশের ব্যান্ড’ বেইজিং মিউজিক রেডিও’র ‘রক রাতের সঙ্গীতানুষ্ঠানে’ অংশ নেয় এবং সেরা ব্যান্ডের পুরস্কার জেতে। ১৯৯৮ সালের সেপ্টেম্বর ব্যান্ডটি বেইজিং চিংওয়েন রেকর্ডিং ও ভিডিও কোম্পানির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করে তাদের দ্বিতীয় অ্যালবামের জন্য প্রস্তুতি নেয়। ডিসেম্বরে ব্যান্ড ‘ঐতিহাসিক উপন্যাস’ নামে ধারণা অ্যালবাম প্রকাশ করে। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামের শিরোনাম গানটি আপনাদের শোনাব, কেমন? শুনুন তাহলে ‘ঐতিহাসিক উপন্যাস’ গানটি।
২০০৮ সালের জুন মাসে ‘থাং রাজবংশের ব্যান্ড’ ‘রোমান্টিক নাইট’ নামে অ্যালবাম প্রকাশ করে। এতে মোট ১২টি গান রয়েছে। ছ’বছর পর ব্যান্ডটি প্রধান গান ‘বলিদান’ নিয়ে আবার ফিরে আসে। এটি খুব বিরল একটি শিল্প-কর্ম। যা ব্যান্ডটির সদস্য যুব থেকে মধ্যবয়সে প্রবেশ করার জীবনের গতিপথ নিশ্চিত করেছে। বলিদান হলো চীনের প্রাচীনকালে স্বর্গ ও পৃথিবীতে বলিদান অনুষ্ঠান। ব্যান্ডটি তাদের বৈশিষ্ট্যময় পদ্ধতিতে এটিকে আরো গভীর তাত্পর্যময় করেছে: স্বর্গ ও মানুষের যোগাযোগ ভাল হয়ে, বিশ্বের সব জিনিসের মধ্যে সম্পর্ক সমন্বয় করে, যাতে আধ্যাত্মিক ইচ্ছা এবং বাহ্যিক আচরণের সামঞ্জস্য ও ঐক্য অর্জন করা যায়। আচ্ছা বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে বিদায় নেবার আগে আমি আপনাদেরকে ব্যান্ডটির সে ‘বলিদান’ গানটি শোনাব। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।