বাংলা

থাং রাজবংশের ব্যান্ড

CMGPublished: 2024-06-26 14:04:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘থাং রাজবংশের ব্যান্ড’ চীনের মূল-ভূখণ্ডের একটি রক সংগীতদল। প্রধান গায়ক তিং উ, ড্রামার চাও নিয়ান, গিটারিস্ট তা লং এবং লিউ চিংওয়ে এবং ব্যাস-বাদক গু চোংকে নিয়ে দলটি গঠিত।

বন্ধুরা, ‘থাং রাজবংশের ব্যান্ড’-এর আরও কিছু গল্প আমি পরে আপনাদেরকে জানাব। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে ব্যান্ডটির সবচেয়ে জনপ্রিয় গানটি শোনাই, কেমন? গানের নাম ‘থাং রাজবংশ ফিরে যাওয়ার স্বপ্ন’। গানটি ব্যান্ডটি ১৯৯২ সালের ১ নভেম্বরে প্রকাশিত ‘থাং রাজবংশ’ নামে অ্যালবামে রাখা হয়। এটি চীনা শৈলীর গান। গানটিতে খুব বৈশিষ্ট্যময় বেইজিং অপেরার কথামালা আছে। আচ্ছা, এখন তাহলে গানটি শুনুন।

১৯৮৮ সালে ‘থাং’ সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে ব্যান্ডটি নিজের নাম ‘থাং রাজবংশ’ রেখে প্রতিষ্ঠা করে। শুরুর দিকে ব্যান্ডের সদস্য প্রচুর পশ্চিমা আর্ট রক এবং পরীক্ষামূলক সঙ্গীত শুনে সেসব সংগীতের প্রকাশিত পদ্ধতি ও প্রযুক্তি বিশ্লেষণ করেছেন। তারা শিখা ও অভিজ্ঞতা থেকে ব্যান্ডের নিজের সংগীতশৈলী বিবেচনা শুরু করেন। তাদের প্রাথমিক সংগীত ধারণা ছিল পরীক্ষামূলক ও চীনা বৈশিষ্ট্যময় রক সংগীত করা। তখন থেকে তারা নিজের প্রথম অ্যালবামের কাজ শুরু করেন। তারপর এক বছরের বেশি সময়ের রচনা, তৈরি ও রেকর্ডিংয়ের মাধ্যমে অ্যালবামটির চূড়ান্তে হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। অ্যালবামের অনেক গানের সময় তুলনামূলকভাবে বেশি ছিল। যেমন শুরুর দিকে আমি যে গান শুনিয়েছিলাম, ৭ মিনিট ৪ সেকেন্ডের ‘থাং রাজবংশ ফিরে যাওয়ার স্বপ্ন’ গানটি। এছাড়া একই দীর্ঘ সময়ের গানও আছে। গানের নাম ‘উড়ন্ত পাখি’। আচ্ছা বন্ধুরা, এখন আমি তাহলে ‘উড়ন্ত পাখি’ গানটি আপনাদের শোনাব। কেমন? শুনুন তাহলে।

১৯৯৭ সালের ডিসেম্বর ‘থাং রাজবংশের ব্যান্ড’ বেইজিং মিউজিক রেডিও’র ‘রক রাতের সঙ্গীতানুষ্ঠানে’ অংশ নেয় এবং সেরা ব্যান্ডের পুরস্কার জেতে। ১৯৯৮ সালের সেপ্টেম্বর ব্যান্ডটি বেইজিং চিংওয়েন রেকর্ডিং ও ভিডিও কোম্পানির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করে তাদের দ্বিতীয় অ্যালবামের জন্য প্রস্তুতি নেয়। ডিসেম্বরে ব্যান্ড ‘ঐতিহাসিক উপন্যাস’ নামে ধারণা অ্যালবাম প্রকাশ করে। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামের শিরোনাম গানটি আপনাদের শোনাব, কেমন? শুনুন তাহলে ‘ঐতিহাসিক উপন্যাস’ গানটি।

২০০৮ সালের জুন মাসে ‘থাং রাজবংশের ব্যান্ড’ ‘রোমান্টিক নাইট’ নামে অ্যালবাম প্রকাশ করে। এতে মোট ১২টি গান রয়েছে। ছ’বছর পর ব্যান্ডটি প্রধান গান ‘বলিদান’ নিয়ে আবার ফিরে আসে। এটি খুব বিরল একটি শিল্প-কর্ম। যা ব্যান্ডটির সদস্য যুব থেকে মধ্যবয়সে প্রবেশ করার জীবনের গতিপথ নিশ্চিত করেছে। বলিদান হলো চীনের প্রাচীনকালে স্বর্গ ও পৃথিবীতে বলিদান অনুষ্ঠান। ব্যান্ডটি তাদের বৈশিষ্ট্যময় পদ্ধতিতে এটিকে আরো গভীর তাত্পর্যময় করেছে: স্বর্গ ও মানুষের যোগাযোগ ভাল হয়ে, বিশ্বের সব জিনিসের মধ্যে সম্পর্ক সমন্বয় করে, যাতে আধ্যাত্মিক ইচ্ছা এবং বাহ্যিক আচরণের সামঞ্জস্য ও ঐক্য অর্জন করা যায়। আচ্ছা বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে বিদায় নেবার আগে আমি আপনাদেরকে ব্যান্ডটির সে ‘বলিদান’ গানটি শোনাব। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn