বাংলা

‘সময়কে বলি’

CMGPublished: 2024-06-18 15:18:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী হ্য ই হাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

হ্য ই হাং, ১৯৮৫ সালের ১৪ এপ্রিল চীনের হ্য পেই প্রদেশের হান তান শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী। ২০১১ সালে হ্য ই হাং ‘একজনের একাকীত্ব, দুই জনের ভুল’ গেয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।

২০১২ সালে হ্য ই হাং নিজের প্রথম অ্যালবাম ‘প্রেমের ক্ষত’ প্রকাশ করেন। ২০১৪ সালে তিনি সে বছর কৃষকের অনলাইন বসন্ত উত্সব গালায় অংশগ্রহণ করে গান পরিবেশন করেন। ২০১৬ সালে হ্য ই হাং-এর গান ‘জন্মস্থানকে ভালোবাসা’ প্রকাশিত হয়।

বন্ধুরা, এখন শুনুন হ্য ই হাং-এর গান ‘আমি অবশেষে বুঝতে পেরেছি’। গানের কথাগুলো এমন: হুড়োহুড়ির ভিড়ে চুপ থাকা। কিছু কিছু বিষয়কে উপহাস করা উচিত। সুখ-দুঃখ সহ্য করে অবশেষে বুঝতে পারি। কাউকে ভালোবাসলে ভুলে যেতে হবে। আমরা একবার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা কার্যকর হোক। যে গানগুলো গেয়েছো, অনেক প্রতিশ্রুতি দিয়েছো। এটা সব আমাদের অতীত অধ্যবসায়। ভালবাসি, ভালবাসি, ভালবাসি, আমি আর ঘৃণা করতে পারি না। বিচ্ছেদ যাই হোক, কষ্টই হোক না কেন, আমি আর কি করতে পারি? ঘৃণা, ঘৃণা, ঘৃণা, ভালবাসা আরও গভীর হয়।

আচ্ছা, শুনুন এই গান।

বন্ধুরা, এখন শুনুন হ্য ই হাং-এর গান ‘সময়কে বলি’। গানের কথায় বলা হয়, হঠাৎ করে আমরা আর তরুণ নেই। আমি আদর্শের বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করতে চাই না। বাস্তবতা আমার বুকে আটকে আছে, এক নিস্তেজ ব্যথা। সময় সাদা এবং আমার চুলের গোড়ায় বেড়ে ওঠে। আমার যৌবনে আবার কে আমাকে সঙ্গ দিতে পারে? যা মিস করার দৃশ্য এবং মিস করা মানুষ বহু বছর বিচ্ছিন্ন থাকার পরও কি আমরা পুরনো স্বপ্নগুলো আবার দেখছি? আমরা সময়ের গল্প বলেছি, সময় আমাদের কাছে গল্প ফিরিয়ে দেয়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn