‘সময়কে বলি’
বন্ধুরা, এখন শুনুন হ্য ই হাং-এর গান ‘প্লিজ প্রথমে হ্যালো বলো’। গানের কথায় বলা হয়, ব্রেকআপের পর প্রতিশ্রুতি দিয়ে চলে যায় সেতুতে। তুমি বাম দিকে ঘুরো আর আমি ডানদিকে ঘুরি। চোখের জল অসংখ্য প্রশ্ন চিহ্ন বহন করে। তুমি যদি যুবক হও এবং তোমার পুরানো প্রেম না থাকে, তবে তুমি প্রথমে পালিয়ে যাবে। নিঃসঙ্গতা আমার হৃদয়ে বাসা বেঁধেছে। স্মৃতি ছড়িয়ে পড়ে শরীরের কোষে।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে যাচ্ছি হ্য ই হাং-এর আরেকটি গান, গানের নাম ‘একটি আলিঙ্গন দিলে ভালো হবে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হ্য ই হাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।