‘সময়কে বলি’
বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী হ্য ই হাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
হ্য ই হাং, ১৯৮৫ সালের ১৪ এপ্রিল চীনের হ্য পেই প্রদেশের হান তান শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সংগীত মহলের একজন পুরুষ কণ্ঠশিল্পী। ২০১১ সালে হ্য ই হাং ‘একজনের একাকীত্ব, দুই জনের ভুল’ গেয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।
২০১২ সালে হ্য ই হাং নিজের প্রথম অ্যালবাম ‘প্রেমের ক্ষত’ প্রকাশ করেন। ২০১৪ সালে তিনি সে বছর কৃষকের অনলাইন বসন্ত উত্সব গালায় অংশগ্রহণ করে গান পরিবেশন করেন। ২০১৬ সালে হ্য ই হাং-এর গান ‘জন্মস্থানকে ভালোবাসা’ প্রকাশিত হয়।
বন্ধুরা, এখন শুনুন হ্য ই হাং-এর গান ‘আমি অবশেষে বুঝতে পেরেছি’। গানের কথাগুলো এমন: হুড়োহুড়ির ভিড়ে চুপ থাকা। কিছু কিছু বিষয়কে উপহাস করা উচিত। সুখ-দুঃখ সহ্য করে অবশেষে বুঝতে পারি। কাউকে ভালোবাসলে ভুলে যেতে হবে। আমরা একবার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা কার্যকর হোক। যে গানগুলো গেয়েছো, অনেক প্রতিশ্রুতি দিয়েছো। এটা সব আমাদের অতীত অধ্যবসায়। ভালবাসি, ভালবাসি, ভালবাসি, আমি আর ঘৃণা করতে পারি না। বিচ্ছেদ যাই হোক, কষ্টই হোক না কেন, আমি আর কি করতে পারি? ঘৃণা, ঘৃণা, ঘৃণা, ভালবাসা আরও গভীর হয়।
আচ্ছা, শুনুন এই গান।
বন্ধুরা, এখন শুনুন হ্য ই হাং-এর গান ‘সময়কে বলি’। গানের কথায় বলা হয়, হঠাৎ করে আমরা আর তরুণ নেই। আমি আদর্শের বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করতে চাই না। বাস্তবতা আমার বুকে আটকে আছে, এক নিস্তেজ ব্যথা। সময় সাদা এবং আমার চুলের গোড়ায় বেড়ে ওঠে। আমার যৌবনে আবার কে আমাকে সঙ্গ দিতে পারে? যা মিস করার দৃশ্য এবং মিস করা মানুষ বহু বছর বিচ্ছিন্ন থাকার পরও কি আমরা পুরনো স্বপ্নগুলো আবার দেখছি? আমরা সময়ের গল্প বলেছি, সময় আমাদের কাছে গল্প ফিরিয়ে দেয়।
বন্ধুরা, এখন শুনুন হ্য ই হাং-এর গান ‘প্লিজ প্রথমে হ্যালো বলো’। গানের কথায় বলা হয়, ব্রেকআপের পর প্রতিশ্রুতি দিয়ে চলে যায় সেতুতে। তুমি বাম দিকে ঘুরো আর আমি ডানদিকে ঘুরি। চোখের জল অসংখ্য প্রশ্ন চিহ্ন বহন করে। তুমি যদি যুবক হও এবং তোমার পুরানো প্রেম না থাকে, তবে তুমি প্রথমে পালিয়ে যাবে। নিঃসঙ্গতা আমার হৃদয়ে বাসা বেঁধেছে। স্মৃতি ছড়িয়ে পড়ে শরীরের কোষে।
আচ্ছা, শুনুন গানটি।
বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাতে যাচ্ছি হ্য ই হাং-এর আরেকটি গান, গানের নাম ‘একটি আলিঙ্গন দিলে ভালো হবে’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।
শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী হ্য ই হাং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে, গান হবে।