সিনচিয়াংয়ে বৈদেশিক বাণিজ্যসংশ্লিষ্ট প্রশিক্ষণ
এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও সিচাং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর সিচাং সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।
সিনচিয়াংয়ের স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য অধিদফতর, আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের জন্য, সিনচিয়াং কাউন্সিলসহ বিভিন্ন বিভাগে বিভিন্ন সময়ে বৈদেশিক বাণিজ্যসংশ্লিষ্ট প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে ও করছে। কোর্সের আওতায় আছে অর্থায়নসংশ্লিষ্ট পরামর্শ, বৈদেশিক বাণিজ্যসম্পর্কিত আর্থিক নীতিমালা বিশ্লেষণ, ও দেশী প্রতিষ্ঠানগুলোর বিদেশে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা।
‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য এ প্রশিক্ষণ কার্যক্রম সময়োপযোগী; এর যথেষ্ট ব্যবহারিক গুরুত্ব আছে।’—বলেছেন সিনচিয়াং চিউয়ু কৃষি উন্নয়ন কোম্পানি লিমিটেডের চেয়ারপারসন চেন ইয়ংহেং। তিনি বলেন, উজবেকিস্তানে একটি কোম্পানি কর্তৃক পরিচালিত কৃষি প্রকল্পগুলো একের পর এক বাস্তবায়িত হচ্ছে। এ প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি প্রতিরোধ ও করনীতিসংশ্লিষ্ট তথ্য-উপাত্ত খুবই জরুরি। বস্তুত, এমন প্রতিষ্ঠান আরও আছে।
বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতা তীব্র ঝুঁকি ও অন্যান্য চ্যালেঞ্জের সম্মুখীন। সিনচিয়াংয়ের যেসব প্রতিষ্ঠান বিদেশী বাণিজ্যের সাথে জড়িত, তারা ঝুঁকি প্রতিরোধে সক্রিয়ভাবে ব্যবস্থা গ্রহণ করেছে ও করছে। সিনচিয়াংয়ের বাণিজ্য অধিদফতর, চিয়াংথাই বীমা দালালি যৌথ স্টক সংস্থা সিনচিয়াং শাখা ও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে, বৈদেশিক বাণিজ্যে ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট পরিষেবা সরবরাহের জন্য হাতে হাত মিলিয়েছে।