বাংলা

সিনচিয়াংয়ে বৈদেশিক বাণিজ্যসংশ্লিষ্ট প্রশিক্ষণ

CMGPublished: 2024-08-02 16:32:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও সিচাং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর সিচাং সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।

সিনচিয়াংয়ের স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য অধিদফতর, আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের জন্য, সিনচিয়াং কাউন্সিলসহ বিভিন্ন বিভাগে বিভিন্ন সময়ে বৈদেশিক বাণিজ্যসংশ্লিষ্ট প্রশিক্ষণ কোর্স আয়োজন করেছে ও করছে। কোর্সের আওতায় আছে অর্থায়নসংশ্লিষ্ট পরামর্শ, বৈদেশিক বাণিজ্যসম্পর্কিত আর্থিক নীতিমালা বিশ্লেষণ, ও দেশী প্রতিষ্ঠানগুলোর বিদেশে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা।

‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য এ প্রশিক্ষণ কার্যক্রম সময়োপযোগী; এর যথেষ্ট ব্যবহারিক গুরুত্ব আছে।’—বলেছেন সিনচিয়াং চিউয়ু কৃষি উন্নয়ন কোম্পানি লিমিটেডের চেয়ারপারসন চেন ইয়ংহেং। তিনি বলেন, উজবেকিস্তানে একটি কোম্পানি কর্তৃক পরিচালিত কৃষি প্রকল্পগুলো একের পর এক বাস্তবায়িত হচ্ছে। এ প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি প্রতিরোধ ও করনীতিসংশ্লিষ্ট তথ্য-উপাত্ত খুবই জরুরি। বস্তুত, এমন প্রতিষ্ঠান আরও আছে।

বর্তমান বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতা তীব্র ঝুঁকি ও অন্যান্য চ্যালেঞ্জের সম্মুখীন। সিনচিয়াংয়ের যেসব প্রতিষ্ঠান বিদেশী বাণিজ্যের সাথে জড়িত, তারা ঝুঁকি প্রতিরোধে সক্রিয়ভাবে ব্যবস্থা গ্রহণ করেছে ও করছে। সিনচিয়াংয়ের বাণিজ্য অধিদফতর, চিয়াংথাই বীমা দালালি যৌথ স্টক সংস্থা সিনচিয়াং শাখা ও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে, বৈদেশিক বাণিজ্যে ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট পরিষেবা সরবরাহের জন্য হাতে হাত মিলিয়েছে।

সিনচিয়াং সানপাও ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ কোম্পানি লিমিটেড এর সুবিধাভোগীদের মধ্যে একটি। সংস্থাটি ৩০ বছরেরও বেশি সময় ধরে মধ্য-এশীয় বাজারে সক্রিয়। ‘আন্তর্জাতিক সহযোগিতা ঝুঁকির মুখোমুখি। আমাদের অবশ্যই ঝুঁকি প্রতিরোধ ও ঝুঁকি হ্রাস করার উপায় খুঁজে বের করতে হবে’, বললেন কোম্পানির আন্তর্জাতিক ব্যবসায়িক সংস্থার উপ-মহাব্যবস্থাপক কিউ কুয়াংচুন।

বিনিময় হারের ওঠানামা, বৈদেশিক বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য, গুরুতর ঝুঁকিগুলোর একটি। এমন প্রতিষ্ঠানগুলোর সচেতনতা বাড়ানো ও বিনিময় হারের ঝুঁকি এড়াতে নিজেদের সক্ষমতা উন্নত করা জরুরি। এর জন্য খোরগোস অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এর উপকারভোগী হচ্ছে ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলো।

স্থানীয় সিপিসি’র কার্যনির্বাহী কমিটির সদস্য এবং খোরগোস অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলের পরিচালনা কমিটির উপ-পরিচালক লু চি বলেন, নতুন পদক্ষেপ সংশ্লিষ্ট ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলোকে তাদের সচেতনতা ও দক্ষতা বাড়াতে কার্যকরভাবে গাইড করবে। পাশাপাশি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আন্তঃসীমান্ত বাণিজ্যে আরএমবি-র ব্যবহার বাড়াতেও উত্সাহিত ও গাইড করবে এই পদক্ষেপ।

চীন অ্যাসোসিয়েশন ফর ট্রেড ইন সার্ভিসেসের বিশেষজ্ঞ কমিটির ভাইস চেয়ারপারসন এবং বেইজিং তেহে হেনক আইন ফার্মের কর্মকর্তা ঝো তিয়ানসি বলেন, সিনচিয়াংয়ের সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই বিদেশে বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে, এ সংক্রান্ত গবেষণার দিকে মনোযোগ দিতে, এবং এ ধরনের ঝুঁকি মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।

প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে সিচাং’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও সিচাংয়ের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।

Share this story on

Messenger Pinterest LinkedIn