সিনচিয়াংয়ে বৈদেশিক বাণিজ্যসংশ্লিষ্ট প্রশিক্ষণ
সিনচিয়াং সানপাও ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ কোম্পানি লিমিটেড এর সুবিধাভোগীদের মধ্যে একটি। সংস্থাটি ৩০ বছরেরও বেশি সময় ধরে মধ্য-এশীয় বাজারে সক্রিয়। ‘আন্তর্জাতিক সহযোগিতা ঝুঁকির মুখোমুখি। আমাদের অবশ্যই ঝুঁকি প্রতিরোধ ও ঝুঁকি হ্রাস করার উপায় খুঁজে বের করতে হবে’, বললেন কোম্পানির আন্তর্জাতিক ব্যবসায়িক সংস্থার উপ-মহাব্যবস্থাপক কিউ কুয়াংচুন।
বিনিময় হারের ওঠানামা, বৈদেশিক বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য, গুরুতর ঝুঁকিগুলোর একটি। এমন প্রতিষ্ঠানগুলোর সচেতনতা বাড়ানো ও বিনিময় হারের ঝুঁকি এড়াতে নিজেদের সক্ষমতা উন্নত করা জরুরি। এর জন্য খোরগোস অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এর উপকারভোগী হচ্ছে ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলো।
স্থানীয় সিপিসি’র কার্যনির্বাহী কমিটির সদস্য এবং খোরগোস অর্থনৈতিক উন্নয়ন অঞ্চলের পরিচালনা কমিটির উপ-পরিচালক লু চি বলেন, নতুন পদক্ষেপ সংশ্লিষ্ট ক্ষুদ্র ও মাঝারি আকারের প্রতিষ্ঠানগুলোকে তাদের সচেতনতা ও দক্ষতা বাড়াতে কার্যকরভাবে গাইড করবে। পাশাপাশি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আন্তঃসীমান্ত বাণিজ্যে আরএমবি-র ব্যবহার বাড়াতেও উত্সাহিত ও গাইড করবে এই পদক্ষেপ।
চীন অ্যাসোসিয়েশন ফর ট্রেড ইন সার্ভিসেসের বিশেষজ্ঞ কমিটির ভাইস চেয়ারপারসন এবং বেইজিং তেহে হেনক আইন ফার্মের কর্মকর্তা ঝো তিয়ানসি বলেন, সিনচিয়াংয়ের সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই বিদেশে বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে, এ সংক্রান্ত গবেষণার দিকে মনোযোগ দিতে, এবং এ ধরনের ঝুঁকি মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়াতে হবে।
প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে সিচাং’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও সিচাংয়ের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।