বাংলা

সিনচিয়াংয়ের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি

CMGPublished: 2024-08-02 16:30:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

রেশমপথ অর্থনৈতিক অঞ্চলের মূল অংশ সিনচিয়াং। এখানকার বিভিন্ন কোম্পানি ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায়, নিজেদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে। এর ফলে বিভিন্ন দেশের সাথে সিনচিয়াংয়ের বাণিজ্য ক্রমশ বাড়ছে।

সিনচিয়াংয়ের ইয়িং কাস্টমস পণ্যের ছাড়পত্র দিতে এখন সময় নিচ্ছে মাত্র ৩০ মিনিট, যা আগে অনেক বেশি ছিল। এতে পচনশীল পণ্যের গুণগত মান ধরে রাখা সহজতর হচ্ছে। ইয়িং কাস্টমসের পরিদর্শন বিভাগের প্রধান ঝং চিনলং বলেন, ভবিষ্যতে শুল্ক ছাড়পত্র দেওয়ার সময় আরও কমে আসবে।

প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে সিচাং’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও সিচাংয়ের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn