বাংলা

সিনচিয়াংয়ের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি

CMGPublished: 2024-08-02 16:30:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও সিচাং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর সিচাং সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।

উরুমছি শুল্ক বিভাগের তথ্যানুসারে, ২০২৪ সালের প্রথমার্ধে সিনচিয়াংয়ের বৈদেশিক বাণিজ্যে আমদানি ও রফতানির মোট মূল্য ছিল ২২০৬৩ কোটি ইউয়ান, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৪৮.৪ শতাংশ বেশি। একই সময়কালে, সিনচিয়াং বন্দর দিয়ে আমদানি ও রফতানিকৃত মালের পরিমাণ ছিল ৩৯.৩৩৮ মিলিয়ন টন, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১১.৯ শতাংশ বেশি।

সিনচিয়াংয়ের বৈদেশিক বাণিজ্যে অর্জিত প্রবৃদ্ধির জন্য চীনের বিশেষ অঞ্চলটির বিশেষ অবস্থানগত সুবিধা এবং স্থানীয় পর্যায়ে গৃহীত বাণিজ্যবান্ধব নীতিমালা ও সেসবের কার্যকর প্রয়োগকে কৃতিত্ব দেওয়া যেতে পারে। এতদঞ্চলের বিভিন্ন বিভাগ একযোগে কাজ করে চলেছে একটি ভালো ব্যবসা-পরিবেশ গড়ে তুলতে। এখানকার রফতানি-পণ্যেও বৈচিত্র্য আছে। স্থানীয় পর্যায়ে ভোগের ক্রমশ বৃদ্ধি, আমদানিও বাড়াচ্ছে।

এবারের ‘চীন-এশিয়া-ইউরোপ এক্সপো’-তে অংশ নেয় সিনচিয়াং। সেখানে এ অঞ্চলটির উন্নয়ন-সাফল্য প্রত্যক্ষ করেছে বিশ্ব। গত ৩০ জুন শেষ হওয়া অষ্টম চীন-এশিয়া-ইউরোপ এক্সপোতে ৫০টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা এবং দেশ-বিদেশের ৩,২০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এক্সপোতে ৬১৫৫৫ কোটি ইউয়ান মূল্যে বেশকিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাওজি ইউকাই গ্লাস (গ্রুপ) কোম্পানি লিমিটেড আরতুশ পৌর সরকারের সাথে একটি ৪০ হাজার-টন বিমান-গ্রেড টাইটানিয়াম স্পঞ্জ এবং টাইটানিয়ামভিত্তিক নতুন উপাদান প্রকল্প স্বাক্ষর করেছে। বাওজি ইউকাই গ্লাস (গ্রুপ) কোম্পানি লিমিটেডের সহ-সভাপতি ইয়াং পো বলেন, ‘আমরা মধ্য-এশীয় বাজার সম্প্রসারণের জন্য আমাদের প্রচেষ্টা বাড়াতে সিনচিয়াংয়ের অবস্থানগত সুবিধার সুযোগ নেব।’

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn