সিনচিয়াংয়ের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি
চীন-এশিয়া-ইউরোপ এক্সপো ছাড়াও, সিনচিয়াংয়ের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান চীন আন্তর্জাতিক আমদানি মেলা, চীন আন্তর্জাতিক বাণিজ্য পরিষেবা মেলা, এবং চীন আমদানি-রফতানি পণ্য মেলার মতো প্রদর্শনীতেও সক্রিয় ছিল ও আছে। দশম চীন আন্তর্জাতিক প্রযুক্তি মেলঅ চলতি বছরের জুনে অনুষ্ঠিত হয়। এতে সিনচিয়াং লেভো টেকনোলজি বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের সাথে প্রকল্পচুক্তি স্বাক্ষর করে।
সিনচিয়াং লেভো টেকনোলজির নির্বাহী উপ-মহাব্যবস্থাপক তিয়ান হুই বলেন, তাদের প্রতিষ্ঠান একটি মূল প্রকৌশলকেন্দ্র এবং একটি গবেষণা ও উন্নয়নকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে।
চলতি বছরের প্রথমার্ধে হংকং ও ম্যাকাওয়ের সাথে সিনচিয়াংয়ের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়। একই সময়ে, উজবেকিস্তান-সিনচিয়াং পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসব প্রদর্শনী ও কার্যক্রমে সিনচিয়াংয়ের বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ পণ্য ও সেবা নিয়ে হাজির হয়।
সিনচিয়াং চিনচাংয়ু তথ্য প্রযুক্তি কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক বলেন, তার কোম্পানি কর্তৃক আবিষ্কৃত বিভিন্ন প্রযুক্তি, পরিবহন, খননসহ বিভিন্ন কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে ও হচ্ছে। ভবিষ্যতে, এই প্রতিষ্ঠান উপগ্রহ নেভিগেশন শিল্প এবং সফ্টওয়্যার শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে।
সিনচিয়াংয়ের স্থানীয় সরকার ও কোম্পানিগুলো বিদেশে বাজার সম্প্রসারণের জন্য একযোগে কাজ করে যাচ্ছে। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে সিনচিয়াংয়ের সরকারি প্রতিনিধিরা কাজাখস্তান, উজবেকিস্তান ও কিরগিজস্তান সফর করেন। সিনচিয়াং মধ্য-এশিয়া তেল ও গ্যাস কোম্পানি লিমিটেডের চেয়ারপারসন লি ওয়েনপিন বলেন, যোগাযোগ, আলোচনা ও সাইট পরিদর্শনের মাধ্যমে, তিনি মধ্য-এশীয় বাজারের চাহিদা ও প্রবণতা সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন।