বাংলা

চীনের তৈরি বিজ্ঞান ও প্রযুক্তিসংশ্লিষ্ট পণ্যের রফতানি বাড়ছে

CMGPublished: 2024-06-17 10:53:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনা অর্থনীতির মান ক্রমশ উন্নত হচ্ছে। এটি চীনে উত্পাদিত পণ্যের বৈচিত্র্য ও উন্নয়নের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করছে। সাম্প্রতিক বছরগুলোয় চীনা বৈশিষ্ট্যময় ও চীনে তৈরি পণ্যের রফতানিও বৃদ্ধি পেয়েছে ও পাচ্ছে।

বিশ্ববিখ্যাত মার্কিন চলচ্চিত্র প্রযোজক ক্যাসি নিস্ট্যাট সম্প্রতি ইউটিউবে চীনের তৈরি ডিজেআই ড্রোন আনপ্যাক করার ভিডিও প্রকাশ করেছেন। কয়েক মিনিটের ভিডিওতে নিস্ট্যাট ডিজেআই ড্রোনের বিভিন্ন ফাংশন দেখিয়েছেন। এ চমত্কার ভিডিও ইউটিউবে পোস্ট করার অল্প সময়ের মধ্যে ৪৫ লাখ মানুষের কাছে পৌঁছে যায়।

এ ঘটনা থেকে প্রমাণিত হয় যে, চীনের বেসামরিক ড্রোনশিল্প বিশ্বের বাজারে শক্তিশালী প্রতিযোগিতা-শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে। পরিসংখ্যান অনুসারে, চীনের বেসামরিক ড্রোনশিল্প বিশ্ববাজারের প্রায় ৮০ শতাংশ নিজের দখলে নিয়েছে। এ ক্ষেত্রে শুধুমাত্র ডিজেআই নব্যতাপ্রবর্তন বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানির উত্পাদিত ড্রোন বিশ্বজারের প্রায় ৭০ শতাংশ দখল করেছে। কোম্পানিটির জনসংযোগ বিভাগের প্রধান স্যিয়ে থিয়ান বলেন, তাঁর কোম্পানির ড্রোন ইউরোপ ও উত্তর আমেরিকায় অনেক জনপ্রিয়।

স্যিয়ে বলেন,

“আমাদের প্রযুক্তি অনেক উন্নত। কমপক্ষে সাধারণ ভোক্তাদের বাজারে আমাদের পণ্যের মানে অন্য কোনো ব্রান্ডের পণ্য পৌঁছাতে পারেনি। আমরা প্রায় দুই থেকে তিন বছর ধরে এ খাতে নেতৃত্ব দিচ্ছি।”

সাম্প্রতিক বছরগুলোয় চীনের মোবাইল টার্মিনাল ব্র্যান্ডগুলো বিদেশী বাজারে বিনিয়োগ বাড়িয়েছে এবং সাফল্য অর্জন করেছে। অপ্পো ও ভিভোসহ বিভিন্ন বিখ্যাত চীনা ব্রান্ড বিদেশের বাজারে নিজেদের শেয়ার বাড়াচ্ছে। ১২০ কোটি জনসংখ্যার আফ্রিকায় ট্রান্সশন (TRANSSION) নামের চীনা মোবাইলফোন অনেক জনপ্রিয়। এটি আফ্রিকায় ‘মোবাইল রাজা’ হিসেবে পরিচিত। বিখ্যাত আন্তর্জাতিক পরিসংখ্যান বিশ্লেষণ সংস্থা আন্তর্জাতিক পরিসংখ্যান কোম্পানি (আইডিসি)’র প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়েছে, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে ট্রান্সশন মোবাইল আফ্রিকার বাজারের ৫০ শতাংশেরও বেশি দখলে রেখেছিল। এর মধ্যে স্মার্ট মোবাইল ফোন বাজারের কোম্পানির শেয়ার ৪০ শতাংশেরও বেশি।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn