চীন-আফ্রিকা সহযোগিতার নিদর্শন:উগান্ডার কারুমা পানিবিদ্যুতকেন্দ্র
উগান্ডা বিদ্যুত উত্পাদন কোম্পানি কারুমা প্রকল্পের অন্যতম মালিক। কোম্পানির সহযোগিতাবিষয়ক ম্যানেজার সাইমন ক্যাসেটে বলেন, প্রকল্প বাস্তবায়ন ও স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দেওয়া ক্ষেত্রে চীনের পানিবিদ্যুত কোম্পানি খুবই যোগ্য। তিনি বলেন, "কারুমি পানিবিদ্যুতকেন্দ্রটির উত্পাদনক্ষমতা হবে ৬০০ মেগাওয়াট। এটি নির্মাণকালে চীনা কোম্পানি আমাদের মতামত শুনেছে এবং কোনো কোনো ক্ষেত্রে পরিকল্পনা সংশোধন করেছে। চীনা কোম্পানি খুবই দায়িত্বশীল। আমরা বিশ্বাস করি, প্রকল্প বাস্তবায়নকাজ সময়মতো শেষ হবে। চীনা কোম্পানিটি আমাদের কর্মীদেরকে প্রশিক্ষণও দিয়েছে। আমার মনে হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, প্রকল্প বাস্তবায়নের পর আমাদের কর্মীদের বিদ্যুতকেন্দ্রটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। আমি মনে করি, ভবিষ্যতে দু'দেশের মধ্যে উচ্চমানের প্রযুক্তি এবং নবায়ন ও উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে।"
কারুমা প্রকল্প স্থানীয় বাসিন্দাদের জন্য ব্যাপক কর্মসংস্থানও সৃষ্টি করেছে। প্রকল্প বাস্তবায়নকাজে মোট ৬৩০০ স্থানীয় কর্মী নিয়োজিত আছেন। খামিসি সোনিকো হলেন তাদের একজন। তিনি পাঁচ বছর আগে একজন সাধারণ কর্মী হিসেবে এখানে কাজ শুরু করেন। বর্তমানে তিনি এইচআর-এর উপ-ব্যবস্থাপক। খামিসি কাজের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন কারুমা প্রকল্পে যোগ দেওয়ার পর।
২০১২ সালের নভেম্বরে খামিসি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাওয়ার পর এই প্রকল্পে যোগ দেন। আসলে বিশ্ববিদ্যালয়ে তিনি মূলত পড়াশুনা করেছেন মানবসম্পদ ব্যবস্থাপনা নিয়ে। কিন্তু তিনি প্রকল্পে যোগ দেন একজন গাড়িচালক হিসেবে। পরে তিনি মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে যোগ দেন।
খামিসি চীনা কোম্পানিকে ধন্যবাদ জানান। তিনি বলেন,