পৃথিবীর শীর্ষ পর্বতশৃঙ্গ ‘মাউন্ট এভারেস্ট’
রহস্যময় এবং অনন্য এভারেস্ট সর্বদা বৈজ্ঞানিক গবেষক, অভিযাত্রী এবং পর্বতারোহীদের আকর্ষণ করে চলেছে। ১৯৫৩ সালের ২৯ মে, নিউজিল্যাণ্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি এবং নেপালি গাইড তেনজিং নোরগে দক্ষিণ-পূর্ব রিজ রুট ধরে প্রথমবারের মতো মাউন্ট এভারেস্ট জয় করেন। চীনা পর্বতারোহীরাও ১৯৬০ সালের ২৫ মে উত্তর ঢাল থেকে মাউন্ট এভারেস্টে আরোহণের সম্মান অর্জন করেন। ২০০৮ সালের ৮ মে, চীনা পর্বতারোহীরা সফলভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় অলিম্পিকের মশাল পৌঁছে দেয়, যা মানব ইতিহাসে প্রথম।
প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।