বাংলা

পৃথিবীর শীর্ষ পর্বতশৃঙ্গ ‘মাউন্ট এভারেস্ট’

CMGPublished: 2023-10-27 18:03:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও তিব্বতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর তিব্বত সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা তিব্বত নিয়ে কথা বলব।

মাউন্ট এভারেস্টের সাধারণ উচ্চতা ৮৮৪৪.৪৩ মিটার। তবে, তুষারাবৃত অবস্থায় এর উচ্চতা দাঁড়ায় ৮৮৪৮.৮৬ মিটার। এটি হিমালয় পর্বতমালার শীর্ষ ও প্রধান শৃঙ্গ। আসলে এটি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি গণপ্রজাতন্ত্রী চীন ও নেপালের সীমান্ত অঞ্চলে অবস্থিত। এর উত্তর অংশ চীনের ছিংহাই-তিব্বত মালভূমির ভেতরে রয়েছে এবং দক্ষিণ অংশ নেপালে পড়েছে।

প্রায় ৬৫০০ কোটি বছর আগে, ভারতীয় উপমহাদেশ ইউরেশিয়ার দিকে ধাবিত হয় এবং শেষ পর্যন্ত ইউরেশিয়ার সাথে এর সংঘর্ষ হয়। আর এর ফলেই সৃষ্টি হয় হিমালয় পর্বতমালার। ইউরেশিয়ান এবং ভারতীয় প্লেটের সংঘর্ষের কারণে হিমালয়ের উচ্চতা প্রবলভাবে বেড়েছে বলে ধারণা করেন বিজ্ঞানীরা। তাদের অনুমান অনুসারে, প্রতি ১০ হাজার বছরে গড়ে এর উচ্চতা বৃদ্ধি পেয়েছে ২০ থেকে ৩০ মিটার করে। আজ পর্যন্ত সেই ধারা অব্যাহত আছে। অবশ্য, এখন প্রতি ১০০ বছরে এভারেস্টের উচ্চতা বাড়ছে ৭ সেন্টিমিটার করে।

মাউন্ট এভারেস্ট হিমালয়ের মাঝের অংশে অবস্থিত। দক্ষিণ ঢালের উচ্চতা ৬১০০ মিটার। তিনটি খাড়া দেয়াল (উত্তর প্রাচীর, পূর্ব প্রাচীর এবং দক্ষিণ-পশ্চিম প্রাচীর) উত্তর-পূর্ব শৃঙ্গ, দক্ষিণ-পূর্ব পর্বত এবং পশ্চিম পর্বত শৈলশিরার মধ্যে স্যান্ডউইচ অবস্থায় আছে। এই শৈলশিরা এবং পাহাড়ের মধ্যে ৫৪৮টি মহাদেশীয় হিমবাহ রয়েছে, যার মোট আয়তন ১৪৫৭.০৭ বর্গকিলোমিটার। এর গড় প্রস্থ ৭২৬০ মিটার।

মাউন্ট এভারেস্টের উত্তর ও দক্ষিণ ঢালগুলো ৭৫০০ মিটার নীচে বরফ এবং তুষারে পূর্ণ, যখন উত্তর এবং দক্ষিণ-পশ্চিম ঢালগুলো ৭৫০০ মিটার উপরে নুড়িতে পূর্ণ। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭৫০০ মিটার উচ্চতায়, সবচেয়ে ঠান্ডা মাস ফেব্রুয়ারির গড় তাপমাত্রা শূন্যের নিচে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতম মাস হল আগস্ট, তখন গড় তাপমাত্রা শূন্যের নিচে ১০.৪ ডিগ্রি সেলসিয়াস থাকে। বার্ষিক গড় তাপমাত্রা হল শূন্যের নিচে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn