তুলং জাতি থানার গ্রামপুনরুরজ্জীবন
কাও দ্য শেং তুলং জাতির শিক্ষা-উন্নয়নের সাক্ষী। তিনি ছিলেন তুলংচিয়াং থানার কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রধান। এখন তিনি অবসর গ্রহণ করেছেন। ৩০ বছর আগে বাইরে কাজ করতেন কাও দ্য রং। তার ভাই তাঁকে জন্মস্থানে ফিরে শিক্ষার উন্নয়নে অংশ নিতে অনুরোধ করেছিলেন। তিনি ও তাঁর ভাই তখন বাইরের উচ্চ বেতনের চাকরি ত্যাগ করে জন্মস্থানে ফিরে আসেন। তিনি আজীবন তুলং জাতির শিক্ষা-উন্নয়নের চেষ্টা করেছেন। তিনি মনে করে, শিক্ষা হল জাতির আশা।
বর্তমানে তুলংচিয়াংয়ে নয় বছর বাধ্যতামূলক শিক্ষা দেওয়া হয়। এ জন্য প্রয়োজনী বিদ্যালয় নির্মিত হয়েছে।
৭০ বছরে তুলংচিয়াং থানায় বিভিন্ন বৈশিষ্ট্যময় শিল্প চেইন গড়ে তোলা হয়। স্থানীয় অবকাঠামোর ব্যাপক উন্নতি হয়। অর্থনীতি উন্নয়নের পাশাপাশি বাসিন্দাদের বসবাসের পরিবেশ অনেক উন্নত হয়েছে। শিক্ষা ও চিকিত্সার মান অনেক উন্নত হয়েছে। দারিদ্র্যবিমোচনের পথে তুলং মানুষ পরিবেশ সুরক্ষার ওপরও গুরুত্ব দেয়। তাঁরা 'পরিবেশ সুরক্ষার পাশাপাশি উন্নয়ন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষা' –এই ধারণায় বিশ্বাস করেন।