সিনচিয়াং থেকে তিব্বত: হ্রদ সর্বাঙ্গে
দক্ষিণ তিব্বত ও উত্তর তিব্বতের জলবায়ু মধ্যে পার্থক্য বিশাল। ভারত মহাসাগরীয় উষ্ণ ও আর্দ্র বায়ু প্রবাহের প্রভাবে দক্ষিণ তিব্বতে জলবায়ু হালকা ও বৃষ্টি বেশি, বার্ষিক গড় তাপমাত্রা ৮ ডিগ্রী সেলসিয়াস, সবচেয়ে নিম্ন মাসিক গড় তাপমাত্রা -১৬ সেলসিয়াস ডিগ্রী, সবচেয়ে উচ্চ মাসিক গড় তাপমাত্রা ১৬ ডিগ্রী সেলসিয়াসের ওপর। উত্তর তিব্বতের মালভূমি আদর্শস্থানীয় মহাদেশীয় জলবায়ু, বার্ষিক গড় তাপমাত্রা ০ সেলসিয়াস ডিগ্রীর নিচে, বরফ জমে থাকার সময় অর্ধেক বছর, সবচেয়ে উচ্চ তাপমাত্রা জুলাইতে।
প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।