বাংলা

সিনচিয়াং থেকে তিব্বত: হ্রদ সর্বাঙ্গে

CMGPublished: 2023-05-24 15:56:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

>> জটিল ও বৈচিত্র্যময় মালভূমি জলবায়ু

তিব্বতের ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। জলবায়ু ঠাণ্ডা। তবে টপোগ্রাফি, ল্যান্ডফর্ম, এবং বায়ুমণ্ডলীয় প্রচলনের প্রভাবে, তিব্বতের জলবায়ু অনন্য ও জটিল। তিব্বতের উত্তর-পশ্চিম দিকে প্রচণ্ড ঠাণ্ডা ও শুষ্ক এবং দক্ষিণ ও পূর্ব দিকে উষ্ণ ও আর্দ্র। এই জন্য জলবায়ুর রকমও দক্ষিণ ও পূর্ব দিক থেকে উত্তর ও পশ্চিম দিকে পৃথক পৃথকভাবে গ্রীষ্মমন্ডলীয়, উপক্রান্তীয়, মালভূমি নাতিশীতোষ্ণ, মালভূমি উপআর্কটিক, মালভূমি হিমশীতল,প্রভৃতি। তিব্বতের দক্ষিণ ও পূর্ব দিক এবং হিমালয়ের দক্ষিণাঞ্চলীয় আলপাইন উপত্যকা অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমে যায়।

তিব্বত মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। কম ধুলো ও আর্দ্রতার কারণে এখানে মেঘ দেখা যায় খুবই কম। সূর্যের আলো পড়ার দিক দিয়েও তিব্বত সবচেয়ে এগিয়ে আছে। তিব্বতের দিনের বেলা গোটা চীনে সবচেয়ে লম্বা, বার্ষিক সূর্যালোক-ঘন্টার মোট সংখ্যা ৩১০০ থেকে ৩৪০০টি। মোদ্দকথা, তিব্বতে বসবাসকারীরা সূর্যের তাপ বেশি পায় এবং তা চোখের জন্য আরামদায়ক ।

চীনের মূল ভূভাগের তুলনায় তিব্বতের সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের তাপমাত্রা বেশ নিম্ন পর্যায়ের। এখানে বার্ষিক গড় তাপমাত্রা -২.৯ থেকে ১১.৯ ডিগ্রি সেলসিয়াসের মতো। লাসা ও রিকাজের বার্ষিক গড় তাপমাত্রা তাদের একই অক্ষাংশের ছুংছিং, উহান ও শাংহাই’র চেয়ে ১০ থেকে ১৫ সেলসিয়াস ডিগ্রী কম। আলি অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০০ মিটারেরও বেশি জায়গায় অগাস্টে দিনের তাপমাত্রা শুধু ১০ সেলসিয়াস ডিগ্রীর কাছাকাছি থাকে। এমনকি, রাতে এর তাপমাত্রা ০ ডিগ্রী সেলসিয়াসের নিচেও নেমে আসে।

তিব্বতের দক্ষিণাঞ্চল ও পূর্ববাঞ্চলে তাপমাত্র বেশি এবং উত্তর ও পশ্চিমে কম। তিব্বতে বার্ষিক পৃষ্টিপাতের পরিমাণ ৩০ থেকে ৪৪৯৫ মিলিমিটারের মধ্যে। শীতকালের পশ্চিম বাতাস এবং গ্রীষ্মকালের দক্ষিণ ও পশ্চিম বাতাসের পর্যায়ক্রম প্রভাবে তিব্বতে শুষ্ক মৌসুম ও বর্ষাকালের পার্থক্য খুবই স্পষ্ট; সাধারণত প্রতিবছরের অক্টোবর থেকে দ্বিতীয় বছরের এপ্রিল পর্যন্ত এই সময়পর্ব হচ্ছে শুষ্ক মৌসুম; মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়পর্ব হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালেই বছরের ৯০ শতাংশ বৃষ্টিপাত হয়।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn