বাংলা

কুয়াংস্যি দাচাই গ্রামে পর্যটন খাতের উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা

CMGPublished: 2023-03-19 10:18:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফান বাও ইউ বলেন, ‘বেইজিংয়ে কাজ করার সময় আমার বেতন কম ছিল। কিন্তু আমি কিছু অর্থ সঞ্চয় করেছি। পরে আমি ব্যাংক থেকে ঋণ নিয়েছি। আমি আমার গরুগুলোও বিক্রয় করেছি। তিন বছরের মধ্যে আমি নিজের প্রথম হোটেল নির্মাণ করতে সক্ষম হই।’

এভাবে ফান বাও ইউ নিজের প্রথম হোটেল চালু করেন। ২০০৩ সালের ২৬ জুন দাচাই গ্রামের পর্যটন-কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। একই দিন ফান বাও ইউ'র হোটেলও চালু হয়।

তিনি বলেন, ‘আমার হোটেল চালু হওয়ার প্রথম দিনে আমি ৩৫০ ইউয়ান পেয়েছি। তখন আমাদের গ্রামের মাথাপিছু বার্ষিক আয় ছিল শুধু ৭০০ ইউয়ান।’

এখানকার দরিদ্র গ্রামবাসীরা নিজেদের ভাগ্য পরিবর্তনের উপায় খুঁজে পেয়েছেন। কিন্তু তাঁরা জানেন, পর্যটন শিল্প উন্নয়নের ভিত্তি হলো গ্রামটির অবকাঠামো উন্নয়ন করা। ২০০৭ সালে দাচাই গ্রাম একটি পর্যটন কোম্পানির সঙ্গে সহযোগিতার চুক্তি স্বাক্ষর করে। দু'পক্ষ একসাথে অবকাঠামো উন্নয়ন করে।

এ সম্পর্কে ফান বাও ইউ বলেন, ‘আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর দৃশ্য হলো আমাদের টেরেস। আমরা ভালোভাবে টেরেস চাষ করলে, সুন্দর দৃশ্য পাওয়া যায়। এর মাধ্যমে আরো বেশি পর্যটককে আকর্ষণ করা যাবে।’

২০১৫ সালে দারিদ্র্যবিমোচন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর পর, লংশেং জেলার পৌর সরকার ৫০ কোটি ইউয়ান বরাদ্দ দিয়ে দাচাই গ্রামসহ বিভিন্ন স্থানের পর্যটন অবকাঠামো উন্নয়ন করে। গোটা জেলার পর্যটনস্থানগুলোকে নতুন সড়কপথের মাধ্যমে সংযুক্ত করা হয়।

ফান বাও ইউ বলেন, ‘বিগত কয়েক বছরে অনেক পরিবর্তন হয়েছে। পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের গ্রামে ২৯৩টি পরিবার আছে। বর্তমানে গ্রামে পারিবারিক হোটেল ১৮৬টি। প্রতিটি পরিবারের হোটেল থেকে বার্ষিক আয় গড়ে ৬০ হাজার ইউয়ান। কেউ কেউ ৩ থেকে ৪ লাখ ইউয়ানও আয় করেন।’

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn