বাংলা

কুয়াংস্যি দাচাই গ্রামে পর্যটন খাতের উন্নয়ন ও প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা

CMGPublished: 2023-03-19 10:18:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৯৯৪ সালে সিসিটিভি কুয়াংস্যি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের লংশেং বিভিন্ন জাতির স্বায়ত্তশাসিত জেলায় একটি তথ্যচিত্র তৈরী করে। তখন সেখানে পাহাড়ী এলাকায় অবস্থিত একটি ইয়াও জাতির গ্রাম অনেক দরিদ্র ছিল। বাসিন্দাদের বসবাসের অবস্থা খুবই খারাপ ছিল। ২৬ বছর পর গ্রামটি এখন পুরোপুরি বদলে গেছে।

লংশেং জেলায় দাচাই নামের একটি গ্রাম আছে। গ্রামটি পাহাড়ী অঞ্চলে অবস্থিত। এখানে যাতায়াতব্যবস্থা খারাপ ছিল। ২০০৩ সালে এখানে গ্রাম-পর্যটন উন্নয়নের কাজ শুরু হয়। তখন স্থানীয় বাসিন্দাদের বছরে মাথাপিছু গড় আয় ছিল ৭০০ ইউয়ানেরও কম। বর্তমানে গ্রামটির কমিউনিস্ট পার্টির সম্পাদক ফান বাও ইউ'র পুরানো বাড়িঘর হলো গ্রামটির সর্বশেষ পুরানো ঘর।

ফান বাও ইউ ১৭ বছর আগে পর্যটন শিল্প উন্নয়নের কাজ শুরু করেন। চলতি বছর তিনি ৫০ লাখ ইউয়ান দিয়ে পুরানো বাড়িঘরের কাছাকাছি একটি চার তলা ভবন নির্মাণ করেছেন। এটি হলো তাঁর দ্বিতীয় পারিবারিক হোটেল।

১৯৯৯ সালে ফান বাও ইউ বেইজিংয়ের একটি পর্যটনস্থানে কাজ করতেন। বেইজিংয়ে কাজ করার এক বছরে ফান বাও ইউ'র আয় বেশি ছিল না। তখন তিনি নিজের জন্মস্থানে পর্যটন শিল্প উন্নয়নের কথা জানতে পারেন। তিনি দাচাই গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তখন দাচাই গ্রামের অবস্থা ছিল খারাপ। গ্রাম থেকে বাইরে যাওয়ার কোনো সড়কপথ ছিল না। কিন্তু এখানকার দৃশ্য খুবই সুন্দর। অনেক ফটোগ্রাফার দৃশ্যের ছবি তোলার জন্য এখানে আসতেন। ফান বাও ইউ মনে করেন, তাঁর জন্মস্থানের পর্যটন-শিল্প অবশ্যই উন্নত হতে পারে।

কিন্তু ২০০৩ সালে দাচাই'র মাথাপিছু বার্ষিক আয় ৭০০ ইউয়ানেরও কম ছিল। ফান বাও ইউ নিজের হোটেল নির্মাণ করতে চাইলেন। কিন্তু স্থানীয় বাসিন্দাদের চোখে এটি ছিল খুবই কঠিন ও অলাভজনক কাজ।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn