বাংলা

২০২৩ সালের দুই অধিবেশনে তিব্বতি প্রতিনিধিদের অংশগ্রহণ প্রসঙ্গ

CMGPublished: 2023-03-17 15:51:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র প্রতিনিধি পাইমাছুও লম্বা সময় ধরে পশুপালক অঞ্চলের বৃদ্ধবৃদ্ধা এবং পেনশন ইস্যুর ওপর গুরুত্বারোপ করে আসছেন। তিনি বলেন, ‘শিক্ষাজীবনে তাঁর মূল বিষয় ছিল ছিল নৃবিদ্যা। এই বিষয়ের মৌলিক নিয়ম হচ্ছে মাটির কাছে থেকে লম্বা সময় ধরে গবেষণা করা।’ তিনি বলেন, “কয়েক বছর আগে, আমি নাছু শহরের চিয়া লি জেলার প্রবীণকেন্দ্রে এক জরিপ চালিয়েছিলাম। সেখানে কয়েক মাস ধরে আমি প্রবীণদের সাথে বসবাস করেছি। তাঁদেরকে দেখেছি বিভিন্ন কারণে একাকী জীবন কাটাতে। তবে, তাঁদের সাথে জীবনযাপনের ওই কয়েক মাসে তাঁদের মুখ থেকে উচ্চারিত একটি কমন টার্ম ছিল ‘এটাই আমার বাড়ি’।”

সাক্ষাত্কার দেওয়ার সময় তিনি বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে প্রবীণ ইস্যুর ওপর বেশ গুরুত্বারোপ করে আসছে স্থানীয় বেসামরিক প্রশাসন বিভাগ। ধারাবাহিক জরিপের মাধ্যমে আমি উপলদ্ধি করেছি যে, তৃণমূল পর্যায়ের মৌলিক কর্মকাণ্ডকে সুসংহত করার জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছে তিব্বতের কর্তৃপক্ষ। প্রবীণ পশুপালকদের কাছে সিপিসি ও কেন্দ্রীয় সরকারের উষ্ণতা পৌঁছে দিয়েছে তারা।” তিনি বলেন, তিনি নিজের প্রচেষ্টায় সবার কাছে চীনা আওয়াজ, চীনা তত্ত্ব এবং চীনা চিন্তাধারা প্রচার করবেন। বিশ্ব আরও ভালোভাবে চীন ও চীনের তিব্বতকে উপলদ্ধি করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন।

সিপিপিসিসি’র সদস্য হুয়াতেমি

হুয়াতেমি হচ্ছেন তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের তৃতীয় গণহাসপাতালের উপ-প্রধান এবং প্রধান চিকিত্সক। চিকিত্সা খাতে কাজ করছেন বিগত ২৭ বছর ধরে। তিনি সমবসময় ‘জনগণকে সেবা দেওয়ার’ মৌলিক লক্ষ্যকে মনে রাখেন। সেই সাথে ‘প্রাণ বাঁচাতে হবে’—এই চেতনাও কাজ করে তাঁর মধ্যে। তিনি তুষারাবৃত মালভূমির একজন চিকিত্সক। তাঁর গল্প মনোমুগ্ধকর।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn