বাংলা

ম্যাকাওয়ে চীনা গণমুক্তি ফৌজের গল্প

CMGPublished: 2023-01-15 11:38:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘আমরা ভাবছিলাম না, প্রেসিডেন্ট সি আমাদেরকে চিঠি ফেরত পাঠিয়েছেন। আসলে আমরা তাঁকে আমাদের চীনা ভাষা শিক্ষা ও চীনকে জানানোর সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। আমার মনে হয়, তাঁর চিঠির শেষ দিকে লেখা হয়, যৌবন এত সুন্দর, নিরাশ করা যায় না। তিনি আশা করেন, আমরা তরুণ তরুণীরা যৌথভাবে আরো সুন্দর বিশ্ব গড়ে তোলার চেষ্টা করবো।’

২০১৯ সালে লাকোপো হান ভাষার উচ্চ পর্যায়ের ষষ্ঠ পর্যায়ের পরীক্ষা বাস করেছেন। এ বছরে তিনি হাইস্কুল থেকে স্নাতক হন। নিজের ভবিষ্যত্ সম্পর্কিত তিনি নিজের পরিকল্পনা প্রণয়ন করেছেন। তিনি বলেন, ২০১৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। ২০২০ সাল হলো ইতালি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। তিনি ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবেন। এ সম্পর্কে তিনি বলেন,‘আমি চীনে গিয়ে অব্যাহতভাবে চীনা ভাষা শিক্ষতে চাই। আমি চীনকে আরো বেশি জানতে চাই। চীনা বিশ্ববিদ্যালয়ে ব্রডকাস্ট হোস্ট বিভাগ আছে। কিন্তু ইতালির নেই। আমি চীনা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কের বিভাগে ভর্তি হতে চাই। আগে আমি জেনেছিলা না, দু’দেশের কূটনৈতিক সম্পর্কের এত দীর্ঘ ইতিহাস রয়েছে। সেজন্য আমি ইতালির আরো বেশি যুবকদেরকে চীনকে জানানোর চেষ্টা করবো।’

পাঁচ বছরের আগে লাকোপো চীনা ভাষা শিক্ষা শুরু করি। তিনি প্রতি বছরে চীনে গিয়ে গ্রীষ্মকালীন ক্যাম্পনে অংশ নিতাম। আমি চীনের পান্ডা ও মহাপ্রাচীর ছাড়াও আমি এপসের মাধ্যমে শেয়ার সাইকল ও ফুট ডিলিভারি অডার করতে পারি। চীনে এত বেশি সুন্দর ও আধুনিক জিনিস আছে। বিশেষ করে, সাম্প্রতিক বছরগুলোয় চীনের বিরাট পরিবর্তন ও উন্নয়ন বিশ্বের কাছে অত্যাশ্চর্য।

‘যেমন একটি ভাল চলচ্চিত্র দেখা। প্রথম বার দেখলে গল্প জানানো যায়। দ্বিতীয় বার দেখলে আরো বেশি ডিটালস জানানো যায়। তৃতীয় দেশলে আমি চলচ্চিত্র শুটিংয়ের প্রযুক্তি জানতে চাই। আমি প্রতি বার চীনে এসে নতুন জিনিস আবিশ্কার করতে পারি। আমার মা শাংহাইতে কাজ করেন। তিনি সবসময় বলেন, যদিও আমি চীনে কাজ করি, তবুও সবসময় নতুন জিনিস আবিশ্কার করতে পারি।’

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn