বাংলা

ম্যাকাওয়ে চীনা গণমুক্তি ফৌজের গল্প

CMGPublished: 2023-01-15 11:38:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চেং ইয়ান খ্যে চীনা নামের ইতালির হাইস্কুলের শিখার্থী লাকোপো গের্মোলে (Iacopo Germolè) ২০১৯ সালে আয়োজিত ‘চীনা ভাষা সেতু’ শীর্ষক বিশ্ব হাইস্কুল শিখার্থী চীনা ভাষার প্রতিযোগিতায় চ্যাম্পিন হন। এ সম্পর্কে তিনি বলেন, এ বছরে তিনি প্রতিযোগিতায় অংশ নেয়ার পর তিনি আরো আত্মবিশ্বাসী হয়েছেন। পাশাপাশি তিনি নিজস্ব চীনের উন্মুক্ত ও সমেত অনুভূতি করেছেন।

১৭ বছর বয়সী লাকোপো রোম সরকারি বসবাস বিদ্যালয়ের হাইস্কুলের পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করছেন। ২০১৯ সাল হলো তাঁর অবিস্মরণীয় বছর। এ বছরে তিনি ইতালির পক্ষ থেকে চীনে দ্বাদশ ‘চীনা ভাষা সেতু’ বিশ্ব হাইস্কুল শিখার্থীদের চীনা ভাষা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। দুই সপ্তাহের প্রতিযোগিতা ১০৫ দেশের ১২৪জন শিখার্থ অংশ নিয়েছেন। তিনি প্রথম স্থান পেয়েছেন এবং তাঁর চীনা স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এ সম্পর্কে তিনি বলেন

‘কারণ আমি বিশ্বাস করি, যত প্রচেষ্টা তত সাফল্য অর্জিত হবে। আমি ভাবছিলাম না, আমি বিশ্ব চ্যাম্পিন হবো। কিন্তু আমি ইউরোপের প্রতিযোগিতায় চ্যাম্পিন লাভ করেছি। এর মাধ্যমে আমি মনে করেছিলাম, আমার আরো বেশি সাফল্য লাভ করার সামর্থ্য হবে। আমার মনে হয়, সবই সম্ভব। এছাড়াও এবারের প্রতিযোগিতার মাধ্যমে আমি বিশ্বের বিভিন্ন জায়গার তেরুণ তরুণীদের সঙ্গে পরিচিত হয়েছে। চীনা স্বেচ্ছাসেবক ও শিখার্থীরা অনেক বন্ধুত্বপূর্ণ।’

লাকোপো ভালভাবে চীনা ভাষা বলতে পারেন। চীনা হাতের লেখা ও তাই চি অনেক জানেন তিনি। লাকোপো লেখাপড়ার রোম সরকারি বিদ্যালয়ে অনেক বিখ্যাত্। ২০০৯ সালে বিদ্যালয়টি বিশেষ করে চীনা ভাষার ক্রোস খুলেছে। ২০১৯ সালের মার্চ মাসে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ইতালি সফরের সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিখার্থীরা প্রেসিডেন্ট সিকে একটি চিঠি লিখেছেন। এরপর প্রেসিডেন্ট সি তাঁদেরকে চিঠি ফেরত পাঠিয়েছেন। তখন একজন সাক্ষী হিসাবে লাকোপো বলেন, তাঁরদেন চিঠিতে প্রেসিডেন্ট সিকে তাঁদের চীনা ভাষা শিক্ষার সুযোগ দেয়ার জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন,

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn