সহজ চীনা ভাষা: আগুন নেভাতে এক গ্লাস পানি ছিটানো
বন্ধুরা, আজকে যে ছেং ইয়ু আমরা শিখাবো তা হল ‘杯水车薪’, এর আক্ষরিক অর্থ ‘আগুন নেভাতে এক গ্লাস পানি ছিটানো।’ এই শব্দ চীনের বিখ্যাত প্রাচীন চিন্তাবিদ, শিক্ষাবিদ ও দার্শনিক মেং য্যি’র একটি বই থেকে এসেছে। শব্দটি শেখার আগে প্রথমে আপনাদেরকে মেং য্যি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো।
মেং য্যি প্রায় ২৩০০ বছর আগের মানুষ। তিনি চীনের কনফুসিয়ানিজমের প্রতিনিধিত্বকারী ব্যক্তি। সারা জীবন তিনি বিভিন্ন দেশ ও অঞ্চল ভ্রমণ করেছেন এবং নিজের মতবাদ ও তত্ত্ব উন্নত করেছেন। বার্ধক্যের সময় তিনি জন্মস্থানে ফিরে তাঁর জ্ঞান প্রচার শুরু করেন। জীবনের শেষ দিকে তিনি তার শিক্ষার্থীদের সঙ্গে বই ‘মেং য্যি’ লিখেন। এই বইয়ে মেং য্যি সাধারণ গল্পের মাধ্যমে লোকজনকে গভীর ধারণা দেন, যা প্রাচীনকালে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৪টি বইয়ের মধ্যে একটি।
দার্শনিক তত্ত্ব খাতে মেং য্যি কনফুসিয়াসের চিন্তাভাবনা উন্নত করেছেন, এবং ‘মানুষকে ভিত্তি করা, সম্মান করা ও ভালোবাসার’ রাজনৈতিক ও আদর্শিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন। তার তত্ত্ব ও ধারণা পরবর্তীতে চীনে গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে, যা এখনও পূর্ব এশিয়াকে প্রভাবিত করছে। মেং য্যি’র তত্ত্ব ও ধারণা তখনকার সাধারণ মানুষের দাবিকে প্রতিফলিত করে। তবে, যখন তিনি জীবিত ছিলেন, তখন চীনে অনেক রাজ্যে ঘন ঘন যুদ্ধ হতো, অস্থির ও অশান্ত সমাজে মেং য্যি’র ধারণা বাস্তবায়ন ছিল খুব কঠিন। তাই, তিনি সারা জীবন বিভিন্ন রাজার কাছে তার দেশ প্রশাসনের ধারণা প্রচার করলেও তার তত্ত্ব ও ধারণা কোথাও গৃহীত ও বাস্তবায়িত হয়নি।
একবার তার এক শিক্ষার্থী তাকে জিজ্ঞেস করেন, এমন তত্ত্ব ও ধারণা সত্যি বাস্তবায়ন করা যাবে? মেং য্যি বলেন, সদয় চিন্তা নিশ্চয় মন্দ চিন্তা অতিক্রম করতে পারে, ঠিক যেমন পানি দিয়ে আগুন নেভানো যায়! তবে বর্তমান আমাদের কাজ যেন এক গ্লাস পানি দিয়ে আগুন নেভানোর মতো। যা সফল হবে না। তবে, ব্যর্থ হলেও আমাদের ধারণা ও কাজ ভুল নয়।