‘ফুটবল অন দ্য রুফ’: গ্রামীণ মেয়েদের ফুটবল স্বপ্ন
ফেই ইয়ু পরিচালিত ‘চলচ্চিত্রটি’ ২০২৪ সালের ২০ এপ্রিল দেশব্যাপী মুক্তি পায়। লিইং কালচার মিডিয়া (ইউননান) লিমিটেড কোম্পানি, সাংহাই থ্রি ডাইমেনশন ফিল্ম লিমিটেড কোম্পানি, হুয়া ই ব্রাদার্স ফিল্ম লিমিটেড কোম্পানি এবং ইউননান প্রাদেশিক পার্টি কমিটির প্রচার বিভাগ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে। এটি একটি অনন্য চলমান চিত্রশৈলী এবং মেজাজ ব্যবহার করে, সমৃদ্ধ এবং পূর্ণ রঙের সাথে ইউননানের একদল মেয়ের অনুপ্রেরণামূলক গল্প বর্ণনা করে, যারা ইউনানের পাহাড়ে ফুটবল পছন্দ করেন এবং একটি অ-পেশাদার ফুটবল দল গঠন করতে, আরও বিস্তৃত দিকে এগিয়ে যাওয়ার জন্য অসুবিধাগুলো কাটিয়ে ওঠেন। চলচ্চিত্রে মেয়েদের জীবন যাত্রার অবস্থা অনেক কষ্টকর। গ্রামাঞ্চলে কোন আনুষ্ঠানিক শরীর চর্চার জায়গা নেই, একমনকি শালীন খেলার স্থানও নেই। কোচের নেতৃত্বে মেয়েরা ছাদ এবং ধান ক্ষেতকে ফুটবল মাঠ হিসেবে, আর জাম্বুরাকে ফুটবল হিসেবে ব্যবহার করেন। ফুটবল অনুশীলন চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ফুটবল দক্ষতা ধাপে ধাপে উন্নীত হয়েছে। অবশেষে পাহাড় ছেড়ে পেশাদার ফুটবল মাঠে এসে চিত্তাকর্ষক ফলাফল অর্জন করেন তারা।
‘ফুটবল অন দ্য রুফ’ নামে মুভিটি ইউননানে শ্যুট করা হয়েছিল, ইউননানের বৈশিষ্ট্যসম্পন্ন স্থাপত্য ও সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ দেখানো হয় ছবিটিতে। সিনেমাটি মূলত হোংহ্য প্রিফেকচার লুসি জেলার ইয়োংনিং থানার ছেংচি প্রাচীন গ্রামে শ্যুট করা হয়েছিল। মেয়েরা ছাদে ফুটবল খেলছিল এবং তাদের নিষ্পাপ ও সরল হাসি প্রাচীন গ্রামটিকে প্রতিধ্বনিত করছিল। জীবন এবং খেলাধুলার প্রতি তাদের উত্সাহ ও অধ্যবসায় অগণিত দর্শককে মুগ্ধ করেছে।
২০২৪ সালের নভেম্বরের চীনের সিয়ামেন শহরে ৩৭তম চায়না গোল্ডেন রোস্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠান। গোল্ডেন রোস্টার অ্যাওয়ার্ড ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয়, অর্থাত্ চীনা চান্দ্র ক্যালেন্ডারে রোস্টার বর্ষে।