বাংলা

ইউননান তৌনানের ‘সুন্দর অর্থনীতি’

CMGPublished: 2024-10-17 10:35:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজ, তৌনান চীনের একমমাত্র জাতীয় পর্যায়ের ফুল বাণিজ্য বাজার এবং এশিয়ার এক নম্বর ও বিশ্বের দ্বিতীয় শীর্ষ ফুল নিলাম কেন্দ্র হয়ে উঠেছে। যা বিশ্বের ফুল বাজারের ওয়েদার ভেন এবং ব্যারোমিটারে পরিণত হয়েছে।

ফুল চাষী ও ফুল বিক্রেতাদের জন্য, ‘সৌন্দর্য অর্থনীতি’র বয়ে আনা সুখ-স্বাচ্ছন্দ বাস্তবে পরিণত হয়েছে। ফুল চাষী ইয়াং তাও বলেন, তার জীবন একটি নতুন স্তরে পৌঁছেছে, এখন তার রেফ্রিজারেটেড ট্রাক প্রতিস্থাপন করা হয়েছে এবং একজন চালকও নিয়োগও করা হয়েছে।

ফুলের সুবাসের পাশাপাশি তৌনান লিখে চলেছে উন্নয়নের নতুন অধ্যায়। ফুল শিল্পের বিকাশের সাথে সাথে তৌনানের আশেপাশের লজিস্টিক, অর্থ, পর্যটন এবং অন্যান্য সম্পর্কিত শিল্পগুলোও দ্রুত বিকশিত হচ্ছে, যা সমগ্র অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির চালনা করছে।

তৌনান ফ্লাওয়ার মার্কেটে দাঁড়িয়ে দেখা যায়, হাজার হাজার ফুল নিয়ে গঠিত ফুলের সমুদ্র বিশ্বকে চীনের উন্নয়নের প্রাণশক্তি ও প্রাণবন্ততা দেখাচ্ছে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn