বাংলা

ইউননান তৌনানের ‘সুন্দর অর্থনীতি’

CMGPublished: 2024-10-17 10:35:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিনি আরো বলেন, ছুটির সর্বোচ্চ সময়ে তিনি দিনে ১ লাখ ৪০ হাজার গোলাপ বিক্রি করেন এবং তার জীবন সমৃদ্ধ হতে যাচ্ছে।

ইউন নান তৌনান ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি গ্রুপের নির্বাহী প্রধান ছিয়েন ছোংচুন বলেন, ‘আমরা শুধু বণিক ও উৎপাদকদেরই আকৃষ্ট করিনি, ৪৯টি লজিস্টিক কোম্পানি, প্রায় ১২ হাজারটি সরবরাহকারী ব্র্যান্ড এবং ১০ হাজারটিরও বেশি ফুল দালাল এবং ৩ লাখ ৫০ হাজার ফুলের পাইকারি বাজার ও ফুলের দোকানকে উত্সাহ দিয়েছি। ‘একটি বাজার’ একটি শিল্পের বিকাশকে প্রাণবন্ত করে তোলার প্যাটার্ন প্রতিষ্ঠিত হয়েছে।’

পরিসংখ্যান অনুসারে, ইউন নান প্রদেশের ৮০ শতাংশেরও বেশি তাজা-কাটা ফুল এবং আশপাশের প্রদেশগুলো ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর ব্যাপক তাজা-কাটা ফুল দিয়ে তৌনান বাজারে ব্যবসা করা হচ্ছে। দেশজুড়ে তাজা-কাটা ফুলের ব্যবসার মধ্যে তৌনানের আপেক্ষিক বাজার শেয়ার ৭০ শতাংশেরও বেশি।

সুন্দর ফুলগুলো কেবল অগণিত চীনা বাড়িকে সাজায় না, বরং বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে ইউনানের অনন্য ‘রোম্যান্স’ সরবরাহ করতে সমুদ্র জুড়ে যাত্রা করে।

প্রতিদিন দুপুর ১টায় খুনমিং ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার নিলাম ট্রেডিং সেন্টার গোলাপ, জারবেরা, জিপসোফিলা এবং লিসিয়ানথাসসহ ৪০টিরও বেশি বিভাগে ১৫০০টিরও বেশি জাতের তাজা-কাটা ফুলের নিলাম সময়মতো শুরু হয়। বড় পর্দায়, বিভিন্ন ফুলের দাম রিয়েল টাইমে স্ক্রল করা হয় এবং নিলামকারীরা স্ক্রীনটি ঘনিষ্ঠভাবে দেখার সাথে সাথে দ্রুত লেনদেন চূড়ান্ত করেন। বিক্রি করা তাজা-কাটা ফুল শুধু দেশের বিভিন্ন শহরে যাবে তা নয়, বরং থাইল্যান্ড, জাপান, সিঙ্গাপুর, রাশিয়া এবং অস্ট্রেলিয়াসহ ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি করা হবে।

ডেটা দেখায় যে, ২০২৩ সালে, তৌনান ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফুলের লেনদেনের পরিমাণ ১৩.৫৪১ বিলিয়নে পৌঁছেছে এবং লেনদেনের পরিমাণ ১৩.৫৭ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn