বাংলা

আনহুই প্রদেশে কর্মরত তাইওয়ানি শিক্ষকের স্বপ্ন অন্বেষণ

CMGPublished: 2024-09-19 16:17:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

শেং মোং মেই মনে করেন, সাংস্কৃতিক এবং শিক্ষাগত আদান-প্রদান তাইওয়ান প্রণালীর দুই প্রান্তের সমন্বিত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। মুল ভূভাগে তাইওয়ানের শিক্ষকদের পাঠদান হলো যোগাযোগের খুব ভাল উপায়। তাইওয়ানের শিক্ষকরা, একটি অত্যন্ত জ্ঞানী দল হিসেবে মূল ভূখণ্ডের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে আরও বস্তুনিষ্ঠভাবে দেখতে পারেন এবং মূল ভূখণ্ডের শাসন ব্যবস্থা এবং ক্ষমতা ইত্যাদি বিষয় বুঝতে পারেন।

শেং মোং মেই’র দৃষ্টিতে, শিক্ষার ক্ষেত্রে মূল ভূখণ্ডের উচ্চ গুরুত্বারোপ এবং ব্যাপক বিনিয়োগ তাইওয়ানের শিক্ষকদের দীর্ঘমেয়াদে মূল ভূখণ্ডে শিকড় গাড়ার আত্মবিশ্বাস দিয়েছে।

উদাহরণ হিসেবে তিনি বলেন যে, চিচৌ বিশ্ববিদ্যালয় তাইওয়ানের শিক্ষকদের জন্য মেডিকেল ইন্সুরেন্স কিনেছে এবং প্রিন্টার, কম্পিউটার এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসসহ অ্যাপার্টমেন্টে একক কক্ষ বরাদ্দ করেছে।

তিনি বলেন, “তাইওয়ানের সঙ্গে উন্নয়নের সুযোগগুলো ভাগ করে নিতে এবং তাইওয়ানবাসীদের মঙ্গল বাড়াতে মুল ভূভাগের সদিচ্ছা এবং আন্তরিকতা গভীরভাবে অনুভব করেছি আমি।”

শেং মোং মেইয়ের ডেস্কের একটি সুস্পষ্ট জায়গায় শিক্ষার্থীদের কাছ থেকে এক একটি আশীর্বাদ কার্ড এবং সারা দেশে ভ্রমণের ছবি ছাড়াও, আরো আছে সম্মানসূচক প্রশংসাপত্র।

তিনি বলেন, ‘আমি মনে করি, চীনা সংস্কৃতির সবচে সুন্দর শব্দ হল ‘একীকরণ’। তাইওয়ান প্রণালীর দু’তীরের স্বদেশবাসীরা হাতে হাত রেখে স্বপ্ন বাস্তবায়ন করলে এবং একে অপরের সাথে একীভূত হলে তখন চীনা সংস্কৃতি’র উত্তারাধিকার বাঁচিয়ে রাখা সম্ভব হবে।’

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn