কৃষি উপলক্ষ্যে বন্ধু হওয়া তিন ‘বৃদ্ধ ছেলের’ গল্প
সারাদেশের গ্রামীণ ক্যাডারের মতো সিয়ে ওয়েন চুই নিজের প্রচেষ্টার মাধ্যমে গ্রামাঞ্চলকে আরও ভালভাবে গড়ে তোলার আশা করেন। দুই ভালো বন্ধুর সাহায্য তাকে আরও আত্মবিশ্বাস দিয়েছে। সবার প্রচেষ্টায় লিয়েন হুয়া গ্রাম নীরবে পরিবর্তন হচ্ছে।
বরই হল লিয়েন হুয়া গ্রামের বৈশিষ্ট্যপূর্ণ স্তম্ভ শিল্প, কিন্তু সিয়ে ওয়েন চুই মনে করেন যে, শিল্প কাঠামো তুলনামূলকভাবে একক এবং ঝুঁকি প্রতিরোধ করার ক্ষমতা তুলনামূলকভাবে দুর্বল হবে। থাং সিও ফু শিল্পকে বৈচিত্র্যময় করে তোলার বিষয়ে পরামর্শ দিয়েছেন। বার বার গবেষণার পর, সিয়ে ওয়েন চুই জোরালোভাবে ‘আঙ্গিনার অর্থনীতি’ প্রচার করার সিদ্ধান্ত নেন এবং গ্রামবাসীদের উঠানে হোমস্টে হোটেল এবং অবসর খামার প্রতিষ্ঠা করায় সাহায্য করেন। এ ছাড়া, থাং সিও ফু-এর নির্দেশনায় গ্রামবাসীরা প্যাশন ফল এবং অন্যান্য ফসল ফলানোর চেষ্টা করছেন।
নিক বলেন, ‘চীনের গ্রামাঞ্চলে প্রচুর পরিমাণ সম্পদ আছে। কুয়াংসিতে বসবাস করতে পেরে আমি খুব খুশি।’
থাং সিও ফু বলেন, ‘আমাদের লিয়েন হুয়া গ্রামের শিল্পগুলোকে সমৃদ্ধ হওয়ার ফলে আরও তরুণ গ্রামাঞ্চলে ফিরে আসতে পারছে এবং আমাদের সমগ্র গ্রামাঞ্চলের গ্রামীণ পুনরুজ্জীবনও চাঙ্গা হবে।’
সিয়ে ওয়ে চুই বলেন, ‘লিয়েন হুয়া গ্রামবাসীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে ফসল অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।’