কৃষি উপলক্ষ্যে বন্ধু হওয়া তিন ‘বৃদ্ধ ছেলের’ গল্প
আজকের অনুষ্ঠানের প্রথম অংশ আমরা একসঙ্গে চীনের কুয়াংসি প্রদেশের হ্য ছে শহরের নানতান জেলার লিয়েন হুয়া গ্রামে ঘুরে বেড়াবো।
সেখানে একটি বিশেষ গ্রুপ আছে। গ্রুপের তিনজন সদস্য হলেন- গ্রামের সম্পাদক সিয়ে ওয়েন চুই, কৃষিবিদ থাং সিও ফু এবং বিদেশি নিক। ভিন্ন পরিচয়ের অধিকারী এই তিনজন ‘বৃদ্ধ ছেলে’- যাদের গড় বয়স ৫৩ বছরেরও বেশি, তারা হাজার হাজার মাইল অতিক্রম করে কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে আরো বেশি জীবনীশক্তি ও প্রাণশক্তি বয়ে এনেছেন।
আজকের অনুষ্ঠানের প্রথম অংশে একসঙ্গে এ তিনজন ‘বৃদ্ধ ছেলের’ গল্প শুনবো।
বিদেশি নিক লুক্সেমবার্গের একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য, এবং ২০১৮ সাল থেকে তিনি গ্রামের সম্পাদক সিয়ে ওয়েন চুইয়ের ‘বিদেশি সহকারী’ হয়ে ওঠেন। তাদের সম্পর্ক কিভাবে শুরু হয়?
খুব ভোরে নিক এবং সিয়ে ওয়েন চুই ফল বাগানের উদ্দেশ্যে রওনা দেন। বাগানে নিক কৃষকদের বরই বাছাই করতে এবং তা বহন করতে সাহায্য করেছিলেন এবং তিনি দক্ষতার সাথে খামারের কাজ করছিলেন। সিয়ে ওয়েন চুইয়ের সঙ্গে ৬ বছর আগে তার পরিচয় হয়। সেই সময়ে সিয়ে ওয়েন চুই ছিলেন হ্য ছি শহরের ইচৌ জেলার চা তোং গ্রামের প্রথম সম্পাদক। প্যাশন ফল চাষ করতে গ্রামবাসীদের সাহায্য করার জন্য তিনি স্বেচ্ছাসেবকদের নিয়োগ করছিলেন। অপ্রত্যাশিতভাবে পরের দিন তিনি এই বিদেশি বন্ধু নিককে নিয়োগ দেন। কৃষিকাজের কাজ সম্পর্কে অনেক কিছু জানা ছাড়াও তিনি খুব কঠোর পরিশ্রমী ছিলেন। যা সিয়ে ওয়েন চুই’য়ের মনে গভীর ছাপ ফেলেছিল।
নিক লুক্সেমবার্গে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, অবসর গ্রহণের পর, তিনি বিশ্ব ভ্রমণ শুরু করেন এবং ২০১৬ সালে কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে আসেন। তিনি এখানকার গ্রামাঞ্চল এবং গ্রামবাসীদের পছন্দ করেন। তাই তিনি সেখানে থাকার ও বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেন। ২০১৮ সালে সিয়ে ওয়েন চু’র সাথে পরিচয় হওয়ার পর নিক প্রায়ই বিনামূল্যে সাহায্য করার জন্য চা তোং গ্রামে আসতেন। সময়ের সাথে সাথে দুজনেই অংশীদার হয়ে ওঠেন এবং নিককে গ্রামবাসীরা ‘বিদেশি সহকারী’ বলে ডাকেন। তিন বছর ধরে, দু’জন গ্রামবাসীদের রাস্তা তৈরি করা, প্যাশন ফল জন্মানো, ঘাস জন্মানো এবং গবাদি পশু পালন করতে গ্রামবাসীদের সাহায্য করেন। ২০২০ সালের নভেম্বর মাসে, চা তোং গ্রাম দরিদ্র গ্রামের তালিকা থেকে সরে আসে এবং নিক তার হৃদয়ের গভীর থেকে খুশি হন।