কৃষি উপলক্ষ্যে বন্ধু হওয়া তিন ‘বৃদ্ধ ছেলের’ গল্প
নিক বলেন, গ্রামবাসীদের আরো সুন্দর ও আরামদায়ক জীবন কাটাতে দেখে আমি সত্যিই গর্বিত।
২০২৩ সালে চা তোং গ্রামে কার্যমেয়াদ শেষ করার পর সিয়ে ওয়েন চুই লিয়েন হুয়া গ্রামে আসেন। নিক সিয়ে ওয়েন চুইয়ের সাথে লিয়েন হুয়া গ্রামে চলে আসেন।
সিয়ে ওয়েন চুই এবং নিক লিয়েন হুয়া গ্রামের প্রতিটি কোণ পরিদর্শন করেছেন। মার্চ মাসে লিয়েন হুয়া গ্রামে হাজার হাজার একর জমিতে বরই ফুল ফুটেছিল, নিক ও গ্রামবাসীরা সব দিক থেকে আসা পর্যটকদের স্বাগত জানাতে ব্যস্ত ছিলেন। মে মাসে যখন বরইগুলো পাকে এবং ডালে ঝুলছিল, নিক ও গ্রামবাসীরা হাত দিয়ে বড়ই পাড়া এবং পরিবহনে ব্যস্ত ছিলেন। তিনি গ্রামবাসীদের সাথে বণিকদের কাছে বরইগুলো বিক্রি করেন। এখন নিক কুয়াংসিতে বসতি স্থাপন করেছেন এবং একজন চীনা নারীকে বিয়েও করেছেন। তিনি চীনকে তার বাড়ি হিসেবে মনে করেন।
নিক বলেন, ‘চীনের গ্রামাঞ্চল হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ জায়গায়।’
‘কৃষকদের সাহায্য’ এই ছোট গ্রুপে আরেকজন সদস্য আছেন, তিনিই কুয়াংসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা কৃষিবিদ ডক্টর থাং সিও ফু। তাকে সিয়ে ওয়েন চুই এবং নিকের থিংকট্যাংক বলে গণ্য করা হয়।
২০১৯ সালে থাং সিও ফু চা তোং গ্রামে ফল ও সবজি চাষের উপর একটি দাতব্য বক্তৃতা দিতে চা তোং গ্রামে গিয়েছিলেন এবং সিয়ে ওয়েন চুই ও নিক পরিচিত হন।
গ্রামবাসীদের প্রতি যত্নের কারণে সিয়ে ওয়েন চুই, নিক ও থাং সিও ফু তিনজন ‘বৃদ্ধ ছেলে’ ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। তারা লিয়েন হুয়া গ্রামের উন্নয়নের জন্য অব্যাহতভাবে নতুন পরামর্শ দেন। লিয়েন হুয়া গ্রামে চার হাজার একরেরও বেশি বরই গাছ লাগানো হয়েছে, যা গ্রামবাসীদের আয় বৃদ্ধি এবং ধনী হওয়ার জন্য একটি স্তম্ভ শিল্প। গ্রামবাসীদের জন্য বরই চাষ প্রচার করার পাশাপাশি তারা তিনজন পর্যটকদের কাছে সুন্দর ‘অলংকারিক কুমড়া’ সুপারিশ করার বিষয়ে মনোনিবেশ করেন। এটি একটি নতুন জাত।