১৪তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রধান অতিথি দেশ ব্রাজিল
এবারের বৈঠকে ‘টেলিভিশন সহ-উৎপাদনের বিষয়ে গণপ্রজাতন্ত্রী চীন সরকার এবং ফেডারেল রিপাবলিক অফ ব্রাজিল সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা উভয় দেশের বিনোদন এবং অডিওভিজ্যুয়াল ক্ষেত্রে আদান-প্রদান ও সহযোগিতাকে আরও গভীর করতে ইতিবাচক ভূমিকা পালন করে।
চীন ও ব্রাজিলের সাংস্কৃতিক আদান-প্রদান ও সহযোগিতা গভীরতর করতে এবারের বেইজিং ফিল্ম ফেস্টিভ্যাল ব্রাজিলের সংস্কৃতি মন্ত্রী মার্গারেথ মেনেজেসকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি ১৮ এপ্রিলে বেইজিং ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে একটি ভিডিও বক্তৃতা দেবেন এবং চীন-ব্রাজিলের চলচ্চিত্র শিল্পের বিনিময়ে শুভ কামনা করবেন। একই সঙ্গে ব্রাজিলের উপ-সংস্কৃতিমন্ত্রীর নেতৃত্বে এক প্রতিনিধি দল এবারের বেইজিং ফিল্ম ফেস্টিভ্যালের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ দেবে এবং ফিল্ম ও টেলিভিশনের উন্নয়ন নিয়ে আলাপ-আলোচনা করবে।
বিগত ১৩ বছরে বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব চীন ও ব্রাজিলের চলচ্চিত্র শিল্পের সহযোগিতাকে এগিয়ে নেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছে। পঞ্চম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ‘থিয়েনথান পুরস্কারের’ জুরি হিসেবে ব্রাজিলের বিখ্যাত পরিচালক ফেরনান্দো মেইরেল্লেসকে আমন্ত্রণ জানানো হয় এবং ব্রাজিলের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
চলতি বছর চীনে নিযুক্ত ব্রাজিলের দূতাবাসের সাহায্যে কার্লোস সালদানহাকে এবারের বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের ‘থিয়েনথান পুরস্কারের’ বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ‘আইস এইজ’ এবং ‘rio রিও’ নামে তার পরিচালিত বিখ্যাত সিরিজ কার্টুন ম্যুভি হলিউডে উচ্চ প্রশংসিত হয়েছে। শুধু হলিউড নয়, তার শিল্পকর্মগুলো বিশ্বজুড়ে বিশাল সফলতাও অর্জন করেছে। ‘আইস এইজ’ হলো সারা বিশ্বে সবচে আয় করা ধারাবাহিক অ্যানিমেশন মুভিগুলোর মধ্যে অন্যতম এবং এটি ধাপে ধাপে এক বিশ্বব্যাপী মুভি’র ব্র্যান্ডে পরিণত হয়েছে।