বাংলা

১৪তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রধান অতিথি দেশ ব্রাজিল

CMGPublished: 2024-04-18 15:19:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৮ এপ্রিল শুরু হওয়া ১৪তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের প্রধান অতিথি দেশ ব্রাজিল। ব্রাজিলিয়ান চলচ্চিত্রের ইতিহাস ১৮৯৬ সালে শুরু হয়। ইতিহাসের পরিক্রমায় ব্রাজিলিয়ান চলচ্চিত্রগুলো লাতিন আমেরিকান সংস্কৃতির সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং অন্যান্য উপাদানের প্রভাবকে ক্রমাগত গ্রহণ করেছে। প্রথম দিকে ব্রাজিলিয়ান চলচ্চিত্রগুলো প্রধানত ডকুমেন্টারি এবং শর্ট ফিল্ম আকারে শুরু হয়েছিল এবং তারপর ১৯৫৯ সালে (Marcel Camus) মার্সেল কামুসের পরিচালিত (Orfeu Negro) ওর্ফেউ নেগ্রো’ কান চলচ্চিত্র উৎসবে পামে ডি'অর, অস্কার এবং গোল্ডেন গ্লোবের সেরা বিদেশী ভাষার চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। ২০১৬ সালে পরিচালক ক্লেবার মেন্ডোজা ফিলহো’ ‘অ্যাকোরিয়াস’ এবং ২০১৯ সালে ‘বাকুরাউ’-এর মাধ্যমে তার আন্তর্জাতিক প্রভাব প্রতিষ্ঠা করেন। ব্রাজিলিয়ান চলচ্চিত্র নির্মাতারা তাদের অনন্য ভিজ্যুয়াল শৈলী ও সংগীত উপাদান এবং বর্ণনামূলক কাঠামোর অভিব্যক্তি ব্যবহার করে যুগে যুগে ব্রাজিলের সাংস্কৃতিক পরিবর্তন এবং দেশটির মানবতাবাদী চেতনা তুলে ধরার সঙ্গে সঙ্গে ব্রাজিলের চলচ্চিত্র শিল্পের শক্তিশালী সম্ভাবনাকে প্রসারিত করেছেন।

২০২৪ সালে চীন ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে মানবিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে চীন ও ব্রাজিলের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করা, দুই দেশের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক গভীরতর করা এবং একই সাথে বেইজিং চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রভাবকে আরও সম্প্রসারণ করা ও আরো সার্বিক, উচ্চ ও বৈচিত্র্যময় আন্তর্জাতিক বিনিময় প্ল্যাটফর্ম স্থাপন করার জন্য এই বছরের বেইজিং ফিল্ম ফেস্টিভ্যালে ব্রাজিলকে প্রধান অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং চীনে নিযুক্ত ব্রাজিলের দূতাবাসের সাথে যৌথভাবে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রমের আয়োজনও থাকবে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn